বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara-Kangana: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে
পরবর্তী খবর
Swara-Kangana: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2023, 11:11 AM ISTPriyanka Bose
Swara-Kangana: বৃহস্পতিবার আইনি বিয়ের খবর শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিয়ের ছবি দেখে টুইট করলেন অভিনেত্রীর রিল লাইফের প্রিয় বন্ধু কঙ্গনা রানাওয়াত শুভেচ্ছা জানিয়েছেন। পালটা উত্তর দিতে ভোলেননি স্বরাও-
কঙ্গনাকে কী লিখলেন স্বরা, দেখুন
সকলকে একপ্রকার চমকে দিয়ে সই-সাবুদ করে বিয়ে সারেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির তরুণ নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন অভিনেত্রী। এখন শুধু বাকি সামাজিক অনুষ্ঠানের। বৃহস্পতিবার মুম্বইতে একটি অন্তরঙ্গ এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বরা এবং ফাহাদকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। টুইটারে স্বরা আর ফাহাদকে ট্যাগ করে তিনি লেখেন, ‘ভগবানের আশীর্বাদে তোমাদের দুজনকেই হাসিখুশি আর সুখী লাগছে। বিয়ে তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা।’ সরকার বিরোধী মন্তব্য করার কারণে বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে স্বরা এবং কঙ্গনার। আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭
‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নসে’ একসঙ্গে কাজ করেছেন দু'জনে। রিয়েল লাইফে না হলেও রিল লাইফে পরস্পরের কাছের বন্ধু দেখানো হয়েছিল তাঁদের। কঙ্গনার শুভেচ্ছায় পালটা ধন্যবাদ জানাতে ভোলেননি স্বরাও। তিনি পালটা টুইট করে লেখেন, ‘ধন্যবাদ, কঙ্গনা! (দুটি হৃদয়ের ইমোজি) আপনি সমস্ত সুখ এবং আনন্দ ভরে (আলিঙ্গন এবং বেগুনি হার্ট ইমোজি) উঠুন’।