একটানা বেঙ্গল টপার হয়ে চলেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যার জেরে মাত্র কয়েক মাসে জি বাংলার মেগা তোমার খোলা হাওয়া-কে স্লট খোয়াতে হল। মুকুট দিয়ে কি কার্যসিদ্ধি করতে পারল জি বাংলা?
মুকুট আসায় কি টপারের পজিশন খোয়াতে হল অনুরাগের ছোঁয়াকে?
অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে জি বাংলা তোমার খোলা হাওয়াকে দুপুরের স্লটে পাঠিয়ে নিয়ে এসেছিল মুকুট। তবে তাতেও খুব একটা রক্ষা হল না। মুকুটের প্রথম সপ্তাহের টিআরপি মাত্র ৩.৬। টপার থাকল অনুরাগের ছোঁয়া। যদিও টিআরপি নয়ের ঘর থেকে নেমে আটের ঘরে। নম্বর মাত্র ৮.১। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রীর সঙ্গে নম্বরের পার্থক্য কমে মাত্র .১-এর।
তিনে নিজের জায়গা ধরে রেখেছে গৌরী এলো। ঈশান মারা যাওয়ার পর ধারাবাহিকে যে টুইস্ট এসেছে তার জেরে খানিক বেড়েওছে নম্বর। চারে রয়েছে রুবেল-পল্লবীর নিম ফুলের মধু। শুরু থেকেই টিআরপিতে পুরনোদের কড়া টক্কর দিচ্ছে এই মেগা। পাঁচে পঞ্চমী।