রচনা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর টেলিভিশন শো 'দিদি নম্বর ১'। নিত্যদিনই থাকে চর্চায়। দিদির মঞ্চে তাঁর সঙ্গে গল্প জমাতে নিত্যদিনই আসেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মহিলা।আসেন তারকারাও। আর এবার আরও একবার রচনার সঙ্গে গল্পের আসর জমাতে আসছেন টেলি অভিনেত্রীরা। থাকবেন মিশমি দাস ও ঐশ্বর্য সেন। ফাঁস হল অভিনেত্রীদের হাঁড়ির খবর।
ঠিক কী বললেন মিশমি ও ঐশ্বর্য?
সোশ্যাল মিডিয়ায় ওঠে আসা চ্যানেলের প্রোমোয় দেখা যাচ্ছে, মিশমি বলছেন, ‘অভিনেত্রী বলে দুটো সম্পর্ক এসেছিল দুটো ফ্রড (ভুয়ো)। জীবনে এগুলো ঘটেই যে। নিজের উপর ভরসা উঠে গেছে। আর এবার আমি পাহাড়ে গিয়ে সাধু হয়ে থাকব।’ মিশমির এমন মন্তব্যে হো হো করে হেসে ফেলেন রচনা।
অন্যদিকে ঐশ্বর্য সেন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ভীষণ লেটে চলি।’ রচনা ঐশ্বর্যকে তখন বলেন, ‘ধর তোর জীবনে একটা এমন বয়ফ্রেন্ড এল। ভীষণ ডিসিপ্লিনড।’ একথা শুনে অভিনেত্রী পাল্টা বলেন, ‘তাকে আমি বদলে দিতে পারব’। একথায় ফের হাসতে থাকেন সাংসদ-সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাবা হওয়ার খবর দিয়েছেন প্রাক্তন গৌরব, আর এবার নতুন সুখবর শোনালেন জেসমিন
আরও পড়ুন-বিয়ের ৩মাসেই মা হন, ছেলের মুখ দেখিয়ে ফের সুখবর দিলেন রূপসা-সায়নদীপ! দাদা হচ্ছে ডুগ্গু