বাংলা নিউজ > বায়োস্কোপ > Ishita-Vatsal: ছেলেকে ঘুম পাড়াতে বাংলায় 'দোল দোল দুলুনি' গাইছেন বৎসল, শেষের লাইনে এটা কী বলে ফেললেন! হেসে ফেললেন ঈশিতাও
পরবর্তী খবর
Ishita-Vatsal: ছেলেকে ঘুম পাড়াতে বাংলায় 'দোল দোল দুলুনি' গাইছেন বৎসল, শেষের লাইনে এটা কী বলে ফেললেন! হেসে ফেললেন ঈশিতাও
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2024, 07:11 AM ISTRanita Goswami
লে বায়ুকে কোলে নিয়ে 'দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই…' গাইতে শোনা গেল বৎসল শেঠকে। তবে এই ছড়ার শেষ দুটো লাইন নিজের মতো করে বদলে নিয়েছিলেন বৎসল।
ঈশিতা ও বৎসল
২০২৩-এর ১৯ জুলাই, পুত্র সন্তানের মা হন ঈশিতা দত্ত, বাবা হয়েছিলেন বৎসল শেঠ। ছেলের নাম রেখেছিলেন বায়ু। ঈশিতা-বৎসলের সেই ছেলের বয়স এখন ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই সুখে দিন কাটছে ঈশিতা-বৎসলের। ঈশিতা যেমন মায়ের দায়িত্ব পালন করছেন, বৎসলও বাবার দায়িত্ব থেকে ছেলেকে যতটা পারছেন সময় দিচ্ছেন।
সম্প্রতি ছেলে বায়ুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে দেখা গেল বাবা বৎসলকে। আর সেটাও আবার বাংলা ঘুম পাড়ানি গান গেয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ছেলে বায়ুকে কোলে নিয়ে 'দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই…' গাইতে শোনা গেল বৎসল শেঠকে। তবে এই ছড়ার শেষ দুটো লাইন নিজের মতো করে বদলে নিয়েছিলেন বৎসল। তবে শেষের দু'লাইনে সেটা আর তখন বাংলা ছিল না, মারোয়াড়ি, গুজরাটি ভাষা মিশ্রিত হয়ে যায়।
স্বামীর কাণ্ড দেখে না হেসে পারেননি বৎসল শেঠ। হেসে ফেলে বলে ওঠেন ‘এটা মারোয়াড়ি কীভাবে হয়ে গেল…’। বৎসলও তখন হাসতে হাসতে বলেন, ‘শুধু মাড়োয়াড়ি নয়, গুজরাতিও মিশে গিয়েছে।’ বৎসলের এই মুুহূর্তটি লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন 'দৃশ্যম' অভিনেত্রী বৎসল শেঠ। ক্যাপশানে লিখেছেন, ‘My Boys’।