Promise Day 2024: কী কথা দিলেন প্রিয়জনকে? প্রমিস ডে'র নেপথ্যের রয়েছে বিশেষ কিছু কারণ, জানুন Updated: 11 Feb 2024, 01:37 PM IST Vaskar Chakraborty প্রিয় মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি জানাতেই প্রমিস ডে পালিত হয়। এই দিনটি ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন। ভ্যালেন্টাইনস ডে-র পরের দিন, ১১ ফেব্রুয়ারি, এই দিনটি পালিত হয়।