বাংলা নিউজ > টুকিটাকি > পাতলা ডাল থেকে টেগলিয়াটা, ‘মাস্টারশেফ’ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রান্নাঘরে উঁকি
পরবর্তী খবর

পাতলা ডাল থেকে টেগলিয়াটা, ‘মাস্টারশেফ’ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রান্নাঘরে উঁকি

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবার অন্য ভূমিকায় (MINT_PRINT)

 নোবেলজয়ী, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবার হাজির রান্নার বই নিয়ে। সোমবার প্রকাশিত হচ্ছে, ‘কুকিং টু সেভ ইয়োর লাইফ’।

কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আর এক্ষেত্রে প্রবাদটা একটু উলটে গিয়েছে। যে অর্থনীতি নিয়ে গবেষণা করে সে রাঁধেও। কথা হচ্ছে নোবলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। এবার রান্নার বই লিখে ফেলেছেন তিনি। নাম ‘কুকিং টু সেভ ইয়োর লাইফ’ (Cooking To Save Your Life)। খেতে পছন্দ করে এমন বাঙালির অভাব নেই, অভিজিতবাবুও নিতান্তই ভোজনরসিক মানুষ, আর এই বইতে নিজেদের পছন্দের খাবার নিয়েই আলোচনা করেছেন তিনি। তিনভাগে বিভক্ত- স্যুপ, ভেজিটেবিলস এবং মিটস অ্যান্ড মোর… একদম ঘরোয়া রান্নার সঙ্গে নিজের উদ্ভাবনী শক্তি মিলিয়ে এই বইয়ের রেসেপিগুলো তৈরি করেছেন তিনি। সেখানে রয়েছে পারসিয়ান বাঘালি পোলাও (ইরানিয় পদ) থেকে লেডি বাল্টিমোর (মিশিগানের কেক) তৈরির প্রণালী। 

মিন্ট-কে দেওয়া এক জুম ইন্টারভিউতে নিজের এই বই, আর খাদ্যরসিক মেজাজ নিয়ে আড্ডা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে এই বই লেখার শুরু। এবং শুরুটা হয়েছিল নিতান্তই তাগিদে পরে। শ্যালক চেয়ে পাঠিয়েছিল বেশকিছু খাবারের রেসিপি, তাই লিখতে বসা। কিন্তু নেহাত ভালোবাসার জেরেই প্রতিটি রেসিপির সঙ্গে একটা লম্বা বর্ণনাও জুড়ে দিতেন তিনি। যেমন খুর্দি (এক ধরণের মটনের স্যুপ)-র রেসিপি লিখতে গিয়ে তিনি লিখেছেন, ‘এটা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত গুজরাতের একটা পদ বিশেষ। এটি মূলত শীতকালীন স্যুপ। তবে গুজরাতে যদিও শীত পড়ে না খুব একটা। সবচেয়ে উল্লেখযোগ্য হল এটা এমন এক জায়গায় মাংসের স্যুপ, যেখানে খুব বেশি আমিষ খাবারের চল নেই’। 

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর রান্নার ধরণ হল মূলত ‘ফ্রি অ্যান্ড ইজি’ অর্থাত্ খুব সহজ-সরল। এই বইয়ের লেখনিতেও সেই বিষয়টাই ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন তিনি, কোনও জটিলতা সেখানে জায়গা পায়নি। রান্না করতে গিয়ে তখনই ফ্যাঁসাদে পড়তে হয় যখন তুমি খুব বেশি আত্মবিশ্বাসী হও, আর নয় তো এক্কেবারেই নিজের উপর আস্থা থাকে না, মনে করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এটা কী ব্যক্তিগত অভিজ্ঞতা?

মুচকি হেসে জবাব, ‘রান্না করতে গিয়ে আমার সমস্যা মূলত ওভার কনফিডেন্স থেকে আসে। আমি জীবনে অনেকক্ষেত্রেই একটু বেশি আত্মবিশ্বাসী। একবার আমি বাড়িতে এক বন্ধুকে আমন্ত্রণ করেছিলাম। ঠিক করেছিলাম ওকে বাঙালি মাছের ঝোল রান্না করে খাওয়াব। আমি একটা কড ফিশ বেছে নিয়েছিলাম, বুঝতে পারিনি ওই মাছ বেশিক্ষণ জলে সিদ্ধ করা যায় না। ছোট্ট করে বললে, পুরো রান্নাটা একেবারে ঘেঁটে ঘ, মাছটা একটা মণ্ড হয়ে গিয়েছিল। জঘন্য, এককথায়’। 

ব্ল্যাক সিসেমি সহযোগে পর্ক, অভিজিত্ বাবুর হাতে তৈরি
ব্ল্যাক সিসেমি সহযোগে পর্ক, অভিজিত্ বাবুর হাতে তৈরি (MINT_PRINT)

বিশ্বকে দেওয়া ভারতের সবচেয়ে বড় দান নাকি ‘ডাল’, শূন্য আর দাবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এটা। সত্যি কি তাই? লেখক বললেন, 'একদম, আমি নিশ্চিত কেউ না কেউ শূন্য ঠিক খুঁজে নিত। কিন্তু ডালের এমন ব্যবহার ভারতেই সম্ভব। ভারতে এতধরণের ডাল, এতভাবে রান্না করা হয় আমি আশ্চর্য হয়ে যাই। আপনি একসঙ্গে ডালের তিনটে আলাদা পদ তৈরি করে একবেলার খাবার খেয়ে ফেলতে পারেন। আমার ছোটবেলায় তো তিনরকমের ডাল তৈরি হত যা চেটেপুটে খেতাম, তেতো ডাল, মিষ্টি ডাল আবার পাতলা ডাল। 

আত্মীয়-পরিজনদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি নিজের জন্যও রান্না করতে ভালোবাসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নিজের জন্য কেমন খাবার রান্না করেন? এই মামলায় তিনি খাঁটি বাঙালি। ডাল ভীষণ পছন্দের খাবার তাঁর, পাশাপাশি সবজি দিয়ে মাংস বা ডিম রান্না করে খেতেও ভালোবাসেন। তবে রোজকার খাবার শেষে ডেজার্ট বিশেষ পছন্দ নয় তাঁর। 

ভাত থেকে পাস্তার উল্লেখ থাকলেও তাঁর বইতে রুটি বা চাপাটি জাতীয় খাবারের উল্লেখ নেই। কারণ হিসাবে তিনি জানান, ওগুলো বেশি খাাটুনির কাজ, এবং তিনি একেবারেই বেকিং-এ পুটু নন। 

টেগলিয়াটা  (ইতালীয় খাবার) খুব পছন্দের খাবার অভিজিতবাবুর, পাশাপাশি তাঁর চিট শিটে জায়গা করে নিয়েছে মরোক্কান জালুক (Moroccan Zaalouk) এবং সুন্দল (দক্ষিণ ভারতীয় ডালের পদ বিশেষ)। এছাড়াও চটপট রান্নার ক্ষেত্রে পাস্তা কিংবা স্যালাডও মন্দ নয়। 

বাঙালি মাত্রই মিষ্টিপ্রেমী, সেই প্রেম অধরা নয় দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণার জন্যে নোবেলজয়ীরও। কৃষ্ণনগরের সরভাজা থেকে কলকাতার ঐতিহ্যশালী সন্দেশ খুব পছন্দ তাঁর। পাশাপাশি ডার্ক চকোলেটের বিরাট ভক্ত তিনি। বলেই ফেললেন, ‘আমি কিন্তু চকোহলিক’। 

 

 

Latest News

মঙ্গলবার এই কাজগুলি করবেন না, নাহলে মঙ্গলের অশুভ প্রভাবে জীবন হবে তছনছ আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল DPL-এ খেলতে চলেছেন সেহওয়াগ-পুত্র! খেলবেন বিরাটের আত্মিয়! ৫ জুলাই হবে নিলাম! কলকাতায় নৃশংস ঘটনা, ড্রিল মেশিন দিয়ে ভেঙে দেওয়া হল হাত-পা, গণপিটুনিতে মৃত্যু কলকাতায় শেহনাজ-গিপ্পি, এবার এসভিএফ -এর ছবিতে দেখা মিলবে তাঁদের? 'স্পষ্ট করে বললেও লোকে ভুল ব্যাখ্যা করে…', ডিভোর্সের খবরে নীরবতা ভাঙলেন অভিষেক ৩ জুলাই আষাঢ় গুপ্ত নবরাত্রির অষ্টমী, এই বিশেষ উপায়ে হবে মনস্কামনা পূরণ শ্রেয়স, শামিদের বাদ দিয়ে দল নির্বাচন! ইংল্যান্ডে ভারত গাড্ডায়, সমালোচিত আগরকর 'সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫% দিতেই হবে' নবান্নে গেল চিঠি, কী করবে রাজ্য? বাড়ি থেকে লুকিয়ে আমিরকে বিয়ে করার খবরে হার্ট অ্যাটাক হয় রিনার বাবার! তারপর?

Latest lifestyle News in Bangla

ঘরের দেওয়ালের জন্য সেরা এই ৮ ওয়াল ডিজাইনার! দামও একেবারে সাধ্যের মধ্যে সাইবার হানা থেকে ডিভাইস বাঁচাতে নয়া অ্যাপ সরকারের, নিখরচায় ঢালাও সুবিধা দোসার স্বাদ ভুলতে পারবে না বাড়ির লোক! বানিয়ে ফেলুন এই স্পেশাল ডাল দিয়ে ৬ না ৭ জুলাই? মহরম ২০২৫ সালে কবে ? কোন ঘটনা এর নেপথ্যে? জানুন ইতিহাস ও গুরুত্ব উইকেন্ড ওয়েডিং কি আপনার জন্য বেস্ট? দেখে নিন দুই ধরনের বিয়ের আসল তফাতটা জ্বর, সর্দির মতো ছোটখাটো রোগ লেগেই থাকে, সুস্থ থাকতে বিশেষ টিপস দিচ্ছেন চিকিৎসক বৃষ্টিতে বাড়ছে খুশকির সমস্যা? নিম ও তুলসীর কম্বোতেই চুলে ফিরবে জেল্লা ডিমের তরকারির সূত্রপাত সেই ব্রিটিশ আমলে, জানেন মজাদার গল্পটা! মহিলাদের হার্ট অ্যাটাক মারাত্মক হতে পারে! শেফালির মৃত্যুর পর ৬ টিপস বিশেষজ্ঞদের নেইলপলিশ পরার কিছু দিনের মধ্যে উঠে যায়? এই সব টিপসে রং থাকবে অনেক দিন

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.