বড় খবর
বাতিল হোক CAA, দাবি অমর্ত্যর, JNUতে পুলিশের ভূমিকা নিয়েও সরব নোবেলজয়ী
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2020, 01:08 PM ISTমোদী সরকারের সমালোচনায় ফের মুখর অমর্ত্য সেন।
মোদী সরকারের সমালোচনায় ফের মুখর অমর্ত্য সেন।
জেএনইউয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন। একই সঙ্গে পুলিশের ভূমিকার সমালোচনা করে নোবেলজয়ী বলেন যে বিচারের অভাব দেখা গিয়েছে এই বিষয়ে। ঐশী ঘোষের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে অমর্ত্যবাবু বলেন যে কীভাবে যাদের মাথায় মারা হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন যে বাইরের থেকে কিছু মুখোশধারী এসে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করল। প্রশাসন ও পুলিশ কেন কিছু করতে পারল না, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সুষ্ঠ বিচার যে ছাত্রছাত্রীরা পাচ্ছেনা এবং সেটা খুব স্পষ্ট বলে অভিমত তাঁর।