৯০তম জন্মদিনের আগেই নিজের উত্তরসূরি ঘোষণা করবেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা। তিন দিনের এক সমাবেশে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সামনে ভাষণ দেবেন দালাই লামা। সেখানে তাঁর কাছ থেকে উত্তরসূরির নাম শোনার অপেক্ষা করছেন ভক্তরা।এই আবহে তিব্বতের উপর কড়া নজর রেখেছে চিন।
জানা গেছে, আগামী ৬ জুলাই ৯০তম জন্মদিন উদযাপন করবেন দলাই লামা। তাঁর জন্মদিন উপলক্ষে এক বছর ধরে অনুষ্ঠান চলবে। যা শেষ হবে ২০২৬ সালের ৫ জুলাই।হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত প্রবাসী তিব্বত সরকারের (সেন্ট্রাল তিব্বতান অ্যাডমিনিস্ট্রেশন বা সিটিএ) সদর দফতরে এই আয়োজন হবে। জন্মদিন উপলক্ষে সেখানে বিশ্ব থেকে প্রায় ৩০০ জন বিশিষ্ট অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নির্বাচন করবেন তিব্বতি ধর্মগুরু। আগেই দালাই লামা বলেছেন, পঞ্চদশ দলাই লামা ভারত থেকেই আসবেন। চিন কাউকে পরবর্তী দলাই লামা হিসেবে বেছে নিলে তিব্বতিরা তাঁকে আদৌ মেনে নেবেন না।
আরও পড়ুন-মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন! তৎপরতায় ভারতীয় নৌসেনা, প্রাণ বাঁচল ১৪ জনের
তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস, আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন সন্ন্যাসীরা তাদের জ্ঞানের উত্তরাধিকার বহন করে যেতে পুনর্জন্ম নেন। চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি জ্যেষ্ঠ বৌদ্ধ সন্ন্যাসী ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে তার মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরীকে কোথায় পাওয়া যাবে সে বিষয়ে ধারণা দিয়ে যাবেন। এই উত্তরসূরী ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সমাবেশে তিনি বলেন, 'বাকি জীবন আমি যতটা সম্ভব, যতটা বেশি করা যায় অন্যদের কল্যাণে ব্যয় করব।এক ধরনের রূপরেখা দেওয়া হবে, যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠান হিসেবে দালাই লামাদের ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে আলোচনা করতে পারবো।' তিনি মাত্র দুই বছর বয়সে দালাই লামা নির্বাচিত হয়েছিলেন। পূর্বসূরী, ত্রয়োদশ দালাই লামা তার ভেতরেই পুনর্জন্ম নিয়েছেন বলে তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস।
ধর্মশালায় নির্বাসিত তিব্বতি পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোলমা সেরিং তেইখাং বলেছেন, উত্তরসূরী নিয়ে দালাই লামার কাছ থেকে সরাসরি শোনা বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, 'চিন সুযোগ পেলেই দলাই লামাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, পাশাপাশি তারা দালাই লামার পুনর্জন্ম কিভাবে হবে সে বিষয়ক নিয়মকানুন নিজেদের হাতে রাখার চেষ্টা করছে।চিন চাইছে এই প্রতিষ্ঠানকে দখলে নিতে, তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা চাই, দালাই লামার পুনর্জন্ম হোক কেবল তিব্বতকে একটি স্বতন্ত্র সংস্কৃতি, ধর্ম এবং জাতি হিসেবে বাঁচিয়ে রাখার জন্যই নয় বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য।' তিব্বতের প্রধান জ্যোতিষী থুপতেন এনগোদাপ বলেছেন, সাধারণত উত্তরসূরীর পুনর্জন্ম নিয়ে আলোচনা দালাই লামারা জীবিত থাকা অবস্থায় হয় না। কিন্তু এবার পরিস্থিতি ব্যতিক্রম, চিন সরকারের হস্তক্ষেপ এর প্রধান কারণ।চলতি বছরের মার্চে বেজিং বলেছিল, রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে নির্বাসিত দালাই লামার কোন অধিকারই নেই তিব্বতি জনগণের প্রতিনিধিত্ব করার।
আরও পড়ুন-মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন! তৎপরতায় ভারতীয় নৌসেনা, প্রাণ বাঁচল ১৪ জনের
দিন কয়েক পরে যে ধর্মীয় সম্মেলন হতে যাচ্ছে, ২০১৯ সালের পর সেটি আর হয়নি। শতাধিক তিব্বতি বৌদ্ধ ধর্মাবলম্বী নেতার অংশ নেওয়া এ সম্মেলনে দালাই লামার একটি ভিডিও বক্তৃতা থাকবে। অতিথিদের মধ্যে দীর্ঘদিন তিব্বতি বৌদ্ধদর্শন অনুসরণ করা হলিউড তারকা রিচার্ড গিয়ারও থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।আগামী ৫ জুলাই নির্বাসিত তিব্বতি সরকারের এক প্রার্থনায় অংশ নেবেন দালাই লামা। পরদিন তার জন্মদিনের আয়োজনেও তিনি থাকবেন।জন্মদিনে তিনি প্রায় আধাঘণ্টা বক্তৃতা দেবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এ উৎসবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।তিব্বতিরা দলাই লামার দীর্ঘায়ুর জন্য দীর্ঘদিন ধরে প্রার্থনা করে যাচ্ছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে তার হাঁটুর অপারেশন হওয়ার পর থেকে প্রার্থনা আরও বেড়েছে। অবশ্য ডিসেম্বরে রয়টার্সকে দালাই লামা বলেছিলেন, তিনি ১১০ বছর পর্যন্ত বাঁচতে পারেন।আগের দালাই লামা মাত্র ৫৮ বছর বয়সে মারা যান।
দালাই লামার মৃত্যুর পর তার গাদেন ফোদরাং ফাউন্ডেশন পরবর্তী দালাই লামাকে খুঁজে বের করবে। নতুন দালাই লামা দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত নির্বাসনে থাকা সরকারই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।বর্তমান দালাই লামাই ২০১৫ সালে এ ফাউন্ডেশন বানান। এর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তিনিই বেছে নিয়েছেন। কর্মকর্তাদের মধ্যে তার কয়েকজন সহযোগীও আছে।তেইখাং ও অন্যান্য তিব্বতি কর্মকর্তারা বলেছেন, দালাই লামা অনেকদিন ধরেই তার অনুপস্থিতিকালীন সময়ের জন্য জনগণকে প্রস্তুত করছেন। ৩৬৮ বছরের রীতি ভেঙে ২০১১ সালে তিনি তার রাজনৈতিক দায়িত্ব একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে তুলে দেন। এর আগে পর্যন্ত দালাই লামারা একইসঙ্গে তিব্বতিদের ধর্মীয় ও রাজনৈতিক উভয় নেতার দায়িত্বই পালন করতেন।