সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্র্যাটিক প্রার্থী তথা ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানির হাত দিয়ে খাবার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে নেটিজেনদের। আর জোহরানের এই হাত দিয়ে খাবার খাওয়ার বিষয়টিকে 'অসভ্য' আচরণ আখ্যা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিল। (আরও পড়ুন: বাংলা সহ ১২ রাজ্যের সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল BJP? অঙ্ক কষে কী ঠিক করল?)
আরও পড়ুন: চিনে পালাবদলের সম্ভাবনা! শি জিনপিংয়ের বদলে গদিতে বসতে পারেন কে?
আরও পড়ুন: গলা শুকিয়ে কাঠ, তাও সিন্ধু চুক্তি নিয়ে লাফালাফি, ভারতকে নয়া বার্তা পাকিস্তানের
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মামদানি একটি সাক্ষাৎকারের সময় হাত দিয়ে ডাল ও ভাত খাচ্ছেন।এন্ড ওয়ার্কনেস নামক আকাউণ্ট থেকে ওই ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, হাত দিয়ে ভাত খাওয়ার সময় জোহরান বলেছেন, 'তাঁর বিশ্বদৃষ্টিকোন তৃতীয় বিশ্বের দ্বারা অনুপ্রাণিত।’ এটিকে নেটিজেনদের একাংশ ‘কার্যকর রাজনীতির’ অংশ হিসেবে হিসাবে দেখলেও বহু মানুষের দাবি, কারও সাংস্কৃতিক অভ্যাসের জন্য তাঁর সমালোচনা করা বর্ণবাদী আচরণ।এরপরেই গিল তাঁর এক্স অ্যাকাউন্টে করা পোস্টে মামদানির এই হাত দিয়ে খাবার খাওয়ার বিষয়টির বেশ কড়া ভাষাতেই সমালোচনা করেছেন। বস্তুত, গিল নিজে ভারতীয় বংশোদ্ভূত ভাষ্যকার ড্যানিয়েল ডি’সুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তিনি মার্কিন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী রিপাবলিকানও বটে। (আরও পড়ুন: বাংলাদেশ-চিনের সঙ্গে 'জোট', ভারতকে উস্কানি পাকিস্তানি বিদেশমন্ত্রীর)
আরও পড়ুন: ‘বোয়িংয়ের সফটওয়্যারের ত্রুটির কারণে AI বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে’
আরও পড়ুন: শিক্ষা হয়নি মুনিরের, ফের কি কাশ্মীরে জঙ্গি হানার ছক পাক সেনা প্রধানের?
রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল মামদানিকে কটাক্ষ করে এক্সে লেখেন, ‘সভ্য আমেরিকানরা এভাবে খায় না। যদি পশ্চিমি রীতিনীতি মানতে না চাও, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যাও।’ গিলের মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় বিটপর্কের ঝড় ওঠে। অনেকেই এই মন্তব্যকে ‘সাংস্কৃতিক অজ্ঞতা ও বর্ণবিদ্বেষমূলক’ বলে নিন্দা করেন। কেউ কেউ আবার বলেন, হাত দিয়ে খাওয়া কোনও অপরাধ নয়, বরং তা বহু সংস্কৃতির স্বাভাবিক অভ্যাস।একজন মন্তব্য করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কি কেবল তথাকথিত 'সভ্য'দের জন্য? সংবিধানের কোথায় বলা আছে সেটা?’ আরেকজন যোগ করেন, ‘আপনি ওঁর রাজনীতি নিয়ে কিছু বলতে পারেন না, তাই ওঁর সংস্কৃতিকে আক্রমণ করছেন। আপনার এই মন্তব্য আপনার সম্পর্কেই ধারণা দেয়, মামদানির নয়।’ (আরও পড়ুন: ৭০ বছর বয়সি পর্যটককে পহেলগাঁওয়ের হোটেলে ধর্ষণ স্থানীয় কাশ্মীরির, কী বলল আদালত?)
আরও পড়ুন: 'নিত্যনৈমিত্তিক বিষয়…', 'পাক জিন্দাবাদ' পোস্ট শেয়ার করা বৃদ্ধকে নিয়ে কী বলল HC?
সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কের ঝড় উঠতেই গিলের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ড্যানিয়েল ডি’সুজা। স্বামীকে পূর্ণ সমর্থন করে এক্স বার্তায় তিনি বলেন, 'আমি হাত দিয়ে ভাত খেয়ে বড় হইনি এবং সবসময় কাঁটাচামচ ব্যবহার করেছি। আমার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি একজন খ্রিস্টান দেশপ্রেমিক। আমার বাবার পরিবারের একটি অংশ ভারতে থাকে এবং তারাও খ্রিস্টান। তারাও কাঁটাচামচ ব্যবহার করেন। তবে এই মন্তব্যের অন্য প্রান্তেও নানা মত রয়েছে। (আরও পড়ুন: ক'দিন আগে ট্রাম্পকে কথা শুনিয়েছিলেন মোদী, ২ নেতার সম্পর্ক এখন কেমন? মুখ খুলল USA)
তবে এটাই প্রথমবার নয় যখন টেক্সাসের ২৬তম ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান গিল তাঁর বর্ণবাদী মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। চলতি মাসের শুরুতে লস অ্যাঞ্জেলেসের দু’টি ছবি শেয়ার করেন। যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অচেনা’ করে তোলার জন্য গণ-অভিবাসনকে দায়ী করেন। প্রথম ছবিটিতে ১৯৬০ সালে সমুদ্র সৈকতে বেড়াতে আসা ব্যক্তিদের দেখা যাচ্ছে, অন্যটিতে লস অ্যাঞ্জেলেসের হিংসার সময় মেক্সিকান পতাকা হাতে থাকা একজন ব্যক্তি ছিলেন।