সিরিজের প্রথম যুব ওয়ান ডে ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় বৈভব সূর্বংশী, আয়ুষ মাত্রেদের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। তবে দ্বিতীয় যুব ওয়ান ডে জিতে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতীয় যুব দলের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ব্রিটিশরা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪৯ ওভারে ২৯০ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচের প্রথম বলেই বোল্ড হন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। সঙ্গত কারণেই তিনি খাতা খুলতে পারেননি। অপর ওপেনার বৈভব সূর্যবংশী নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ব্যক্তিগত ৪৫ রানের মাথায় আউট হন। ৩৪ বলের আগ্রাসী ইনিংসে বৈভব ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
একা বৈভবই নন, বরং নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন ভারতের আরও তিন ব্যাটার। বিহান মালহোত্রা ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৪৭ রান করে ক্রিজ ছাড়েন রাহুল কুমার। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন কণিষ্ক চৌহান। এছাড়া অভিজ্ঞান কুন্ডু করেন ৩২ রান।
ইংল্যান্ডের হয়ে ৭১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন অ্যালেক্স ফ্রেঞ্চ। ৫০ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন অ্যালেক্স গ্রিন। ৬৩ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন জ্যাক হোম।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুব দল ৪৯.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৯১ রান তুলে ম্যাচ জিতে যায়। অধিনায়কোচিত শতরান করেন থমাস রিউ। তিনি ১৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ১৩১ রানের মারকাটারি ইনিংস খেলেন। রকি ফ্লিন্টফ করেন ৩৯ রান। ৬৮ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন।
ভারতের হয়ে ৮০ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন আরএস অম্বরিশ। ১০ ওভারে ১টি মেডেনসহ মাত্র ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন হেনিল প্যাটেল। যুধাজিৎ গুহ ৯.৩ ওভারে ৬৩ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন।