CAA Update: ‘২০১৫ সালের পরে যাঁরা দেশে এসেছেন তাঁদের…’ সিএএ নিয়ে বড় ঘোষণা করলেন অসমের CM
Updated: 15 Jul 2024, 05:33 PM IST Satyen Pal 15 Jul 2024 Himanta Biswa Sharma, সিএএ, হিমন্ত বিশ্বশর্মা, অসম, CAA, NRC, deported, Assam, Assam CM, Assam CAA২০১৫ সালের পরে যারা এসেছেন তাদের যেতে হবে নির্বাসনে। বড় ঘোষণা করলেন অসমের সিএম।
লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে। ফলাফল বেরিয়ে গিয়েছে। সেখানে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। কিন্তু তারপরেও সিএএ নিয়ে পুরোপুরি পিছিয়ে আসছে বিজেপি তেমনটা নয়। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, যারা ২০১৫ সালের পরে এসেছেন তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুলস অনুসারে নির্বাসনে যেতে হবে। তবে এখনও পর্যন্ত দুজন মাত্র আবেদন করেছেন।
(Pitamber Newar ) পরবর্তী ফটো গ্যালারি