বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত ৪০৯৬.৭ কিলিমোটার দীর্ঘ। এর মধ্যে ৮৬৪.৫ কিমি এলাকায় কাঁটাতার নেই। তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের প্রশ্নের জবাবে এই তথ্য সংসদে পেশ করা হয় সরকারের তরফ থেকে। নিত্যানন্দ রাই জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত ২,২১৬.৭ কিমি দীর্ঘ। এদিকে এই ৮৬৪ কিমি পথে কেন কাঁটাতার নেই? এর জবাবে নিত্যানন্দ রাই বলেন, 'এই ৮৬৪.৫ কিমি এলাকার মধ্যে ১৭৪.৫ কিমি এলাকায় কোথাও পাহার, কোথাও জলাজমি। সেখানে কাঁটাতার দেওয়া কঠিন। এছাড়াও বিজিবির আপত্তির কারণে এবং জমি জটের কারণে বহু জায়গায় কাঁটাতার দেওয়া যায়নি।' (আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় পড়বে হাত? গুরুত্বপূর্ণ বৈঠকের পর এল বড় খবর)
আরও পড়ুন: বাংলায় ডিএ বাড়ে ‘মাঝে মাঝে’, তাতে সরকারের 'সাশ্রয়' ২.১৯ লাখ কোটি টাকা!
এর আগে সম্প্রতি মালদার সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ছড়িয়েছিল। গত ১৮ জানুয়ারি মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছিল বিএসএফ। সুকদেবপুরবাসীদের অভিযোগ, ইউনুস জমানাতেই বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে এসে লুটপাট চালাতে শুরু করেছে। তেহট্ট এলাকাতেও কৃষিজমিতে লুটপাটের অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। অপরদিকে উত্তর দিনাজপুরে অনপ্রেশের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এদিকে উত্তরে জলপাইগুড়িতেও সীমান্তে মতবিরোধ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। সীমান্ত নিয়ে নদিয়াতেও উত্তেজনা ছড়িয়েছিল। (আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে-তে 'তামাশা' না করতে বলে বিতর্কে ইউনুস সরকারের উপদেষ্টা)
আরও পড়ুন: HAL-এর ওপর ঠিক ভরসা করতে পারছি না, তেজস হাতে পাওয়া নিয়ে মন্তব্য IAF প্রধানের