ভারত আগেই আপত্তি জানিয়েছিল চিনের 'স্ট্যান্ডার্ড' মানচিত্র নিয়ে। সেই মানচিত্রে অরুণাচলপ্রদেশকে 'দক্ষিণ তিব্বত' আখ্যা দিয়ে নিজেদের বলে দাবি করেছে বেজিং। এছাড়াও দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ এলাকাও নিজেদের বলে দাবি করে বেজিং। এই আবহে এবার এই মানচিত্রে আপত্তি জানিয়েছে আরও বেশ কয়েকটি দেশ।