Jane Zhang: ইচ্ছাকৃতভাবে শরীরে করোনা সংক্রমণ ঘটিয়েছেন চিনের এই সঙ্গীতশিল্পী! জানেন কেন?
Updated: 21 Dec 2022, 09:46 PM IST Sritama Mitra 21 Dec 2022 Chinese singer Jane Zhang infected herself with covid, Jane Zhang, why Jane Zhang got infected herself with covid, চিনের সঙ্গীত শিল্পী জেন ঝ্যাং কেন নিজেকে করোনায় আক্রান্ত করলেন, চিনে কোভিডশিল্পী জেন জানিয়েছেন, তিনি তাঁর এক কোভিড আক্রান্ত বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে জেনে বুঝে কোভিডকে শরীরে ডেকে এনেছেন! চিনের সোশ্যাল মিডিয়া উইবোতে তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত অনেকের বাড়ি ঘুরে তিনি শরীরে এই রোগ বাঁধিয়েছেন।
জেন জানিয়েছেন, সারাদিন ধরে ঘুমিয়ে আর প্রচুর পরিমাণে জল পান করে ভিটামিন সি খেয়ে তিনি করোনা থেকে মুক্ত হয়েছেন। সঙ্গে তিনি লিখছেন, ‘কোনও ওষুধ নিইনি। আমার সেরে ওঠার আগে।’ করোনার মতো রোগ নিয়ে এই ছিনিমিনি খেলার বার্তা দিয়ে কার্যত নেটিজেনদের রোষের মুখে পড়েন জেন। সেই সম্পর্কে উইবোতে জেন লিখছেন, ‘আমি আমার আগের পোস্টগুলিতে সযত্নে কিছু গ্রহণ করিনি। আমি জনতার কাছে ক্ষমা চাইছি।’(ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
পরবর্তী ফটো গ্যালারি