No confidence motion defeated: ভোটের আগেই 'হার' INDIA জোটের! মোদীকে আক্রমণের পরে সাসপেন্ড অধীর Updated: 10 Aug 2023, 07:46 PM IST Ayan Das ভোটের আগেই নরেন্দ্র মোদী সরকারের কাছে 'হারল' INDIA জোট। কারণ অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল। ধ্বনিভোটে পরাজিত হয়েছে সেই অনাস্থা প্রস্তাব। তারইমধ্যে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণের পরে লোকসভা থেকে সাসপেন্ড হয়ে গেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।