WB Weather Update till 25th March: আজ থেকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, ৩ দিনে পারদ চড়বে ১০ ডিগ্রি! আর ‘শীত’ লাগবে না Updated: 22 Mar 2024, 06:32 AM IST Ayan Das আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে যাচ্ছে। পুরোপুরি বৃষ্টি বন্ধ না হলেও গত কয়েকদিনে যেমন বর্ষণ হয়েছে, এখন আর সেটা হবে না। আর তার ফলে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকবে?