Population in India: জনসংখ্যায় চিনকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে ভারত! গবেষকের দাবিতে চাঞ্চল্যকর তথ্য Updated: 13 Jul 2022, 09:58 AM IST Sritama Mitra অধ্যাপক ই ফুজিয়ান বলছেন, ভারতের জনসংখ্যা ইতিমধ্যেই চিনের জনসংখ্যাকে টেক্কা দিয়ে দিয়েছে। আর তা হয়েছে ২০১৪ সালেই। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই জন চিনা বিশেষজ্ঞ তাঁরাও ফুজিয়ানের সঙ্গে সহমত পোষণ করেছেন।