IND vs BAN Live Match: বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া
Updated: 06 Oct 2024, 06:57 PM IST Sanjib Halder 06 Oct 2024 ভারত বনাম বাংলাদেশ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, ভারতীয় অধিনায়ক, সূর্যকুমার যাদব, India vs Bangladesh 1st T20I, India vs Bangladesh, India vs Bangladesh live match, Live Match Score, Live Match Score update, suryakymar yadav, Varun Chakravarthyভারত বনাম বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে চলছে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ১২৭ রানের মধ্যে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ভারত মাত্র ১১.৫ ওভারে ১৩২ রান তোলে। সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ভারত, উঠেছে সঞ্জু-অভিষেকের ব্যাটিং ঝড়। একটা ভুল সিদ্ধান্তের কারণে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় অভিষেক শর্মাকে। ৭ বলে ১৬ রান করেন তিনি। ২ ওভারে ২৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। (ছবি-এক্স)
পরবর্তী ফটো গ্যালারি