প্রথম টেস্টে ভারতীয় ব্যাটারদের ভালো পারফরমেন্সের পর টিম ইন্ডিয়ার লোয়ার ব্যাটিং অর্ডার এতটাই খারাপ পারফরমেন্স করেছে যে ম্যাচে প্রায় সাড়ে আটশো রান তোলার পরেও টিম ইন্ডিয়া হারের মুখ দেখেছে। বুধবার থেকে শুরু হচ্ছে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। এই ম্যাচে আদৌ বুমরাহ খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়, তারকা পেসার না খেললে বল হাতে কাজটা আরও কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
যদিও বোলারদের থেকে শুধু বোলিং নয়, একটু আধটু ব্যাটিংও চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের বোলার তথা টেলেন্ডারদের নিয়ে বাড়তি ব্যাটিং অনুশীলন করানো হল। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে, সঙ্গে ক্যাপশন দেওয়া রয়েছে হার্ডওয়ার্ক নেভার স্টপস। বোলার্স ডে আউট উইথ ব্যাট ইন টিম ইন্ডিয়া নেটস।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে আকাশদীপ, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা ব্যাট হাতে নেটে ঘাম ঝড়াচ্ছেন। আকাশদীপকে দেখা যায় প্রথমে বেশ কিছুক্ষণ ভালো ডিফেন্স করতে এবং পরের দিকে একটু বড় শট খেলতে। গত অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্টে ভারতের হার বাঁচিয়ে দিয়েছিলেন বলা ভালো ফলো অন বাঁচিয়ে দিয়েছিলেন বুমরাহ এবং আকাশদীপ মিলে। সেই আকাশদীপ অনুশীলনের ফাঁকে বলেন, ‘যেই পজিশনে আমরা ব্যাট করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। হয়ত কোনও ব্যাটারের সঙ্গে আমরা ব্যাটিং করি আর নাহলে এমন সময় ব্যাটিং করতে নামি যখন আর কিছু করার নেই। মানে ফেঁসে যাওয়া মূহূর্তে। তাই সেই সময় আমি নিজেকে সব সময়ই চাপে রাখি যাতে ২০, ৩০ বা ৪০ রান দলের জন্য যোগ করতে পারি ’।
সিরাজ বলেন, ‘আমার লক্ষ্য থাকে দলের জন্য যতটা বেশি সম্ভব অবদান রাখা। যতটা সম্ভব রান করা ’। ভারতের আরেক পেসার প্রসিধ কৃষ্ণা বলেন, ‘আমাদের ঠিক কি করতে হবে, সেটা জানাটা দরকার। মানে যখন কোনও ব্যাটারের সঙ্গে আমরা খেলছি তখনই বা আমরা কিরকম ব্যাটিং করব, আবার আমরা যখন টেলেন্ডারদের সঙ্গে খেলছি তখনই বা আমরা কি ধরণের ব্যাটিং করব, সেটা জেনে নিলে সুবিধা হবে। সেই কারণে জেনে নিয়ে খেলতে হবে, যাতে ব্যাটিং করতেও মজা লাগে'।