২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতের ওপর সুদের হার বৃদ্ধির ঘোষণা করল ইউকো ব্যাঙ্ক। গত ৮ নভেম্বর থেকে এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছে। ব্যাঙ্কটি সর্বোচ্চ ৪৫ বেসিস পয়েন্ট বা ০.৪৫ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। বর্তমানে ব্যাঙ্কটি বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতের ওপর ২.৯ শতাংশ থেকে ৫.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।