WB and Kolkata Winter Weather Forecast: সরস্বতী পুজোর আগেই ‘ঘাম’ পড়ছে, কবে থেকে ফের পারদ পড়বে? কাল ঘন কুয়াশা ১৮ জেলায় Updated: 22 Jan 2025, 05:56 PM IST Ayan Das সরস্বতী পুজো এখনও দেরি আছে। ভরা মাঘ। তারইমধ্যে কার্যত 'গরম' পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। তারইমধ্যে আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঘন কুয়াশাও পড়বে। বৃহস্পতিবার ১৮টি জেলায় কুয়াশা থাকবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।