সাম্প্রতিক সময়ে বারবার টেনিসমহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিষয়ে চর্চা। তা হল, মহিলা টেনিসের ক্ষেত্রেও কি পাঁচ সেটের লড়াই হবে আগামী দিনে? যদিও বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা কিন্তু স্পষ্টতই বলছেন, তিনি চান না মহিলাদের ক্ষেত্রে গ্র্যান্ডস্লামে পাঁচ সেটের লড়াই হোক। কারণ সেক্ষেত্রে মহিলা খেলোয়াড়দের চোট লাগার প্রবণতা বাড়তে পারে।
আসলে যে কোনও গ্র্যান্ডস্লামেই পুরুষদের ক্ষেত্রে বেস্ট অফ ফাইভ সেটের নিয়ম রয়েছে। অর্থাৎ পাঁচটি সেটের মধ্যে তিন সেটে যে জিতবে সেই আরকি ম্যাচ জেতে। তবে মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম রয়েছে, তিনটি সেটে। অর্থাৎ লড়াই পাঁচ সেটের হয় না, তিন সেটের হয়। গ্র্যান্ডস্লাম ছাড়া অন্য ইভেন্টে অবশ্য পুরুষরাও তিন সেটের ম্যাচই খেলে থাকেন।
সোমবার উইম্বলডনে নিজের ম্যাচ জেতার পরই সাবালেঙ্কার কাছে পাঁচ সেটের লড়াই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হয়ত শারীরিকভাবে পাঁচ সেটের লড়াই হলে অনেকটা কঠিন চ্যালেঞ্জ হবে।সেটা হয়ত আমার সুবিধা হবে। কিন্তু আমার মনে হয় আমিও এই মূহূর্তে পাঁচ সেটের ম্যাচের জন্য তৈরি নয়। আমার মনে হয়, মহিলাদের শরীর অনুযায়ী এটা খুবই কঠিন। এখনই মহিলারা এত পরিমাণ টেনিস বা কঠোর পরিশ্রমের জন্য তৈরি নয়। সেক্ষেত্রে চোটাঘাতের সম্ভাবনা বাড়তে পারে। তাই আমি তো একদমই চাইব না যে পাঁচ সেটের ম্যাচ হোক ’।
এই মূহূর্তে তেমন কোনও নিয়ম বদলের সম্ভাবনা না থাকলেও এই নিয়ে চর্চা চলছে বেশ কিছপদিন ধরেই। যদি আরকি পাঁচ সেটে মহিলাদের ম্যাচও নিয়ে যাওয়া যায়। সম্প্রতি ফরাসি ওপেন ফাইনালে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার লড়াইয়ের পরে জ্যানিক সিনারকে হারিয়েছিলেন কার্লোস আলকারাজ। সেই ম্যাচের প্রসঙ্গ টেনেই সাবালেঙ্কা বলছেন, ‘খেলাটা দেখতে খুব ভালো লাগতে পারে যে পাঁচ ঘন্টা ধরে দুর্দান্ত টেনিস হচ্ছে। তবে আমি পাঁচ ঘন্টা খেলার জন্য মোটেই তৈরি নয়। আমি জানিনা যে ওই ম্যাচের পর ওদের কতদিন সময় লেগেছিল রিকভারি করার জন্য ’।
বিশ্বের ২ নম্বর মহিলা তারকা কোকো গফও কদিন আগেই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা হয়ত শারীরিক দিক থেকে আমাকে সাহায্যই করবে, কিন্তু আমার মনে হয় এই বদলটা প্রতিযোগিতার জন্য অনেক বড় সিদ্ধান্ত। তাই আমি তো চাইব যেমন আছে তেমনই যাতে থাকে টেনিস ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।