রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লাব বিশ্বকাপে অভিষেক হতে চলেছে কিলিয়ান এমবাপের। এতদিন তিনি খেলতে পারেননি অসুস্থতার জেরে। যদিও এমবাপেকে ছাড়াই রিয়ালের বাকি সদস্যরা দলকে টেনে এনেছেন ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে। ইতিমধ্যেই বড়বড় দলগুলোকে টেক্কা দিতে দেখা গেছে ছোট দলগুলোকে। ইন্টার মিলান, যারা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ, তাঁরা ইতিমধ্যেই ছিটকে গেছে। কয়েকবছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটিও বিদায় নিয়েছে নকআউট থেকে এবারের ক্লাব বিশ্বকাপে। এই আবহেই এবার দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে প্রথম একাদশে ফেরাতে চলেছেন কোচ জাভি আলোনসো।
মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে জুভেন্তাসের বিরুদ্ধে নামতে চলেছে কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগেই আলোনসো জানান, তিনি হয়ত নিশ্চিত নন যে এমবাপে প্রথম একাদশেই খেলবেন, তবে ও স্কোয়াডে ফিরতে চলেছে সেটা নিশ্চিত করেছেন তিনি।
পেটের রোগে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভুগছিলেন কিলিয়ান এমবাপে। এতটাই গুরুতর অবস্থা হয়েছিল, যে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। এর ফলে এমবারে গ্রুপ স্টেজের তিনটি খেলাতেই খেলতে পারেননি। তবে এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ, পাশাপাশি শরীরে যে দুর্বলতা ছিল সেটাও নাকি কাটিয়ে উঠতে পেরেছেন। সেই কারণেই তাঁকে খেলানো হবে জুভেন্তাসের বিপক্ষে।
কিলিয়ান এমবাপের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে নামা এই প্রতিযোগিতার জন্য একটা বড় দিক। কারণ লিওনেল মেসির ইন্টার মিয়ামি ইতিমধ্যেই ছিটকে গেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো খেলছেন না এই প্রতিযোগিতায়। তাই তারকার সংখ্যা কমে গেছিল, এমবাপে আশায় জৌলুশ ফের কিছুটা বাড়ল। মঙ্গলবারের ম্যাচে শুরু করতে চলেছেন দানি কার্ভাহালও। তিনি গতবছরে এসিএল চোটের পর অস্ত্রোপচারের জন্য আর মাঠে নামতে পারেননি এতদিন। তবে তিনি এদার মিলিতাওর সঙ্গেই রিয়ালের রক্ষণ সামলাতে চলেছেন জুভেন্তাসের বিপক্ষে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।