অনেকের মতে, পেট্রলের যুগ শেষের দিকে। ভবিষ্যত্ ইলেকট্রিক যানের। ইতিমধ্যেই এসেছে সেই বদল। আর তার সবচেয়ে বড় প্রমাণ ইলেকট্রিক গাড়ির দুর্দান্ত বিক্রি। বিশেষত নতুন সংস্থাগুলিরও জমি ক্রমেই শক্ত হচ্ছে। হিরো ইলেক্ট্রিকের মতো বড় সংস্থাকেও প্রায় ছুঁয়ে ফেলছে দিচ্ছে নতুন সংস্থাগুলি। এমনই দুই সংস্থা হল ওকিনাওয়া(Okinawa) এবং অ্যাম্পিয়ার(Ampere)।
Rushlane-এর রিপোর্ট অনুযায়ী, হিরো ইলেকট্রিক গত মাসে ৭,৩৫৬ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারির তুলনায় যা প্রায় ২৩৫% বেশি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে, হিরো ইলেকট্রিক ২,১৯৪টি বৈদ্যুতিক টু'হুইলার বিক্রি করেছিল।
আরও পড়ুন : Jio: সিম ছাড়াই একসঙ্গে ৫টি ফোন নম্বর চালান! জানুন কীভাবে
বিক্রি বেড়েছে ওকিনাওয়ার
ওকিনাওয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৫,৯২৩ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ১,০৬৭ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাত্, গত এক বছরে ৪৫৫% বেশি বিক্রি হয়েছে।আরও পড়ুন : Apple থেকে Google, রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে তাবড় টেক সংস্থা