বুধবার, ৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হচ্ছে Ola ইলেকট্রিকের প্রথম ই-স্কুটার Ola S1-এর। স্বাধীনতা দিবসে ভারতের লঞ্চ হয় Ola S1। এর আগে থেকেই যদিও ৪৯৯ টাকায় প্রি-বুকিং শুরু হয়েছিল।লুকস :ওলা ইস্কুটার এক কথায় নিয়ো-রেট্রো। পুরনো ভেসপার আদল রয়েছে S1-এ। আবার একই সঙ্গে তাতে যোগ করা হয়েছে সময়ের উপযোগী ফিচার্স, স্টাইলিং। বিশেষত এর হেডল্যাম্প বেশ অন্যরকম। এর ফলে বেশ ব্যালেন্সড, নিয়ো-রেট্রো লুক এসেছে Ola S1-এ। পাবেন ১০টি রঙের অপশন। খুব কম স্কুটার, মোটরসাইকেলেই এত রঙের অপশন থাকে। মেটালিক থেকে শুরু করে পপ কালার্স, সবই পাবেন। থাকছে নিউট্রাল সাদা ও ম্যাট ব্ল্যাকের অপশনও।ল। রাইডিং :টপ স্পিড : ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।তিনটি ড্রাইভিং মোড : নর্মাল, স্পোর্ট এবং হাইপার।০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা : ৩ সেকেন্ড।ব্যাটারি :ড্রাইভিং রেঞ্জ : ১৮১ কিলোমিটার।৫০% চার্জ দিতে সময় লাগে ১৮ মিনিট। আর তাতেই টানা ৭৫ কিলোমিটার চালানো যাবে। ফিচার্স:ডিসপ্লে : ৭ ইঞ্চির ডিসপ্লে। তাতে থাকছে অক্টা কোর চিপসেট ও ৩ জিবি RAMফোনে একটি অ্যাপ থাকবে। তার মাধ্যমেই অটোম্যাটিক লক-আনলক করা যাবে।অন্যান্য স্কুটারের মতোই সিটের নিচে বুট। এতটাই বড় যে দুটি হেলমেট ধরে যাবে।দাম:Ola S1-এর দাম : ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)Ola S1 Pro-র দাম : ১,২৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)'মাত্র ২,৯৯৯ টাকার ইএমআইতেই কেনা যাবে Ola S1,' জানিয়েছেন ওলা ইলেকট্রিকের চিফ মার্কেটিং অফিসার বরুণ দুবে।দুয়ারে স্কুটার:একেবারে অনলাইন শপিংয়ের মতোই বাড়ির দোরগোড়ায় নতুন স্কুটার পৌঁছে দেলে ওলা ইলেকট্রিক। অক্টোবর থেকেই ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা।