যে কোনও গ্রহের গোচর প্রভাব ফেলে ১২ রাশিতে। আর মার্চে হাতেগোনা কয়েকদিন বাদেই বৃহস্পতির রাশিতে ঘটতে চলেছে বুধাদিত্য যোগ। ২৪ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। যার প্রভাব একাধিক রাশিতে হতে পারে। তার আগে রবি প্রবেশ করেছে মীন রাশিতে। ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। তবে এরফলে এমনও একাধিক রাশি রয়েছে, যাঁদের পক্ষে বিষয়টি কষ্টদায়ক হতে পারে। তবে বুধাদিত্য যোগ থেকে কোন ৫ টি রাশি লাভবান হতে পারে, দেখে নেওয়া যাক।
বৃষ
বৃষ রাশির একাদশতমস্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের আয়ে বৃদ্ধি ঘটবে। নতুন দিক থেকে হবে আয়। আর্থিক স্থিতি উন্নত হবে। নতুন ব্যবসায়িক সম্মন্ধ তৈরি হবে।
মিথুন
মিথুন রাশির জন্য বুধাদিত্য যোগ খুব লাভকারী প্রমাণিত হতে পারে। আপনার রাশির দশমভাবে এই সময়সূচির যোগ তৈরি হচ্ছে। ফলে কর্ম, কেরিয়ার, ব্যবসায় প্রভূত উন্নতি দেখা যেতে পারে। নতুন চাকরিতে প্রভূত উন্নতি আসতে থাকবে। ব্যবসা থেকে ধন সম্পত্তির উন্নতি হবে।
কর্কট
কর্কট রাশির কোষ্ঠীতে বুধাদিত্য যোগ নবমভাবে রয়েছে। ফলে বিদেশ যাত্রা এই সময়কালে হয়ে যেতে পারে। যে কাজই করবেন তাতে পাবেন ভাগ্যের সাফল্য।
কন্যা
আপনার রাশির ষষ্ঠভাগে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কোনও পার্টনারশিপের ব্যবসায় পাবেন উন্নতি। পাশাপাশি প্রেম-প্রণয়ের ক্ষেত্রে দাম্পত্যজীবনে আসবে চরম সুখ। এই সময়কালে নতুন কাজ শুরু হতে থাকবে।
কুম্ভ
আপনার রাশিতে দ্বিতীয়ভাবে রয়েছে এই বুধাদিত্য যোগ। এই সময়কালে আচমকা পেয়ে যেতে পারের অর্থ, বা বহুদিন ধরে আটকে থাকা টাকাও এই সময় পেয়ে যেতে পারেন।