জ্যোতিষশাস্ত্র মতে, একটি নির্দিষ্ট সময় পর পর সমস্ত গ্রহের অবস্থানের পরিবর্তন হয়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন। গ্রহদের রাজা সূর্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হন। আর দেবগুরুর রয়েছে আলাদা মাহাত্ম্য। সেই দিক থেকে এবার গুরু রয়েছেন বৃষ রাশিতো বিরাজমান। আর এই গুরু আর সূর্য মিলিয়েই তৈরি করতে চলেছেন ষড়াষ্টক যোগ। আর তা রাত পোহালেই শুরু হবে। ৩ জানাুয়ারি কখন থেকে ষড়াষ্টক যোগ তৈরি হবে, তা দেখে নিন। রইল এই যোগের ফলে লাকি রাশির তালিকাও।
মিথুন
২০২৫ সালের ষড়াষ্টক যোগ, মিথুন রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। এই রাশির জাতক জাতিকার দ্বারা করা যে কোনও চেষ্টা এই সময় খুব লাভ দেবে। তারা চেষ্টার ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের বিকাশ হবে। আপনি কোনও বড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রের দিক থেকে আপনি কোনও যাত্রায় যেতে পারেন। এরফলে আপনি খুবই মুনাফা পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য ভালোর দিকে যেতে পারে।
ধনু
ভাইবোন সকলের সহায়তা পাবেন এই সময়। পরিবারে কোনও ঝুট ঝামেলা হলে, তা থেকে পাবেন মুক্তি। দীর্ঘ দূরত্বের কোনও যাত্রায় যেতে পারবেন। কর্মস্থলে কোনও নতুন জিনিস শিখতে পারবেন। সিনিয়রদের আপনার ওপর আস্থা বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। পর্যাপ্ত মাত্রায় অর্থ রোজগার করতে থাকবেন। সঞ্চয়ও বাড়বে। প্রেম জীবন ভালো থাকবে।
কুম্ভ
বিদেশ যাওয়ার যোগ রয়েছে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনি পরিবারের তরফে বেশ কিছু লাভ পাবেন। কেরিয়ারের দিক থেকে আপনি নানান দিক থেকে কিছু লাভ পাবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। নতুুন কোনও চাকরি পেতে পারেন। ব্যবসার দিক থেকে কোনও নতুন অর্ডার আসতে পারে। আপনার বহু ধরনের লাভ হবে। আর্থিক দিক থেকে, ভাগ্যের সমর্থন পাবেন। আপনি খুব টাকা রোজগারের সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। আর আপনি উৎসাহে ভরে উঠবেন।
কখন থেকে শুরু হবে ষড়াষ্টক যোগ?
৩ জানুয়ারি সকাল ৮ টা ৪৫ মিনিটে সূর্য আর গুরু দুই শুভ গ্রহ একে অপরের সঙ্গে ১৫০ ডিগ্রিতে অবস্থান করবেন। তখনই তৈরি হবে ষড়াষ্টক যোগ। যার প্রভাব ১২ রাশিতে পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )