পাকিস্তান ক্রিকেট যেন মিউজিক্যাল চেয়ারের আসরে পরিণত হয়েছে। পাকিস্তানের কোচের পদ নিয়ে তাঁদের দেশের ক্রিকেট বোর্ড যেন ছেলেখেলা করছে। একবার গ্যারি কার্স্টেন, একবার জ্যাসন গিলেসপি, আবার কখনও আকিব জাভেদ, ওয়াকার ইউনিস। শেষ কয়েক বছরে একটার পর একটা কোচ এসেছে আর গেছে। তাঁদেরকে ঠিক করে কোচিং করতেও দেওয়া হয়নি।
ক্রিকেটারদের মধ্যে এমনিতে এত বেশি রাজনীতি ছড়িয়ে পড়েছে যে তাঁরা কোচদের কাজও করতে দেয়না ঠিক করে। নির্বাচকরাও কোচের কাজে হস্তক্ষেপ করে থাকেন। কোচদের পছন্দ মতো ক্রিকেটার বাছাই করতে দেওয়া হয় না। এই আবহেই এবার ফের টেস্ট ফরম্যাটে নতুন কোচকে ঠিক করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে পাকিস্তানর দলের কোচ হিসেবে বেছে নেওয়া হল প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদকে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান দলের বোলিং কোচ এবং সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহমুদ। তাঁকেই তাঁর চুক্তির বাকি অংশ পর্যন্ত টেস্ট কোচ হিসেবে বেছে নেওয়া হল। এতদিন এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন আকিব জাভেদ। জ্যাসন গিলেসপির সঙ্গে পিসিবি এবং আকিব জাভেদের বনিবনা না হওয়ার অজি তারকা পদ থেকে সরে দাঁড়ান এরপর জাভেদ কোচ হন। এবার তাঁর হাত থেকেই লাল বলের ক্রিকেটে কোচের দায়িত্ব তুলে নিলেন ৫০ বছর বয়সী আজহার মাহমুদ।
পিসিবির তরফে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই পাকিস্তান দলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ইংল্যান্ডের উইকেট বা পরিবেশ সম্পর্কে অনেক ধারণা রয়েছে আজহার মাহমুদের। এছাড়াও দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাও জেতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতার কারণেই তাঁকে লাল বলের ক্রিকেটের দায়িত্ব তুলে দিল পাক বোর্ড।
টেস্ট কোচ হিসেবে আজহার মাহমুদের পরের চ্যালেঞ্জ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া বৃত্তে দঃ আফ্রিকা সিরিজ। এই বছরের শেষেই প্রোটিয়ারা পাকিস্তানে আসবে দুই টেস্টের সিরিজ খেলবে। গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান একেবারের তলানিতে শেষ করেছিল। নিজেদের দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান সিরিজ জিতলেও এরপর তাঁরা বাংলাদেশের কাছে হেরে বসে। এরপর দঃ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছিল তাঁর। সেই ব্যর্থতা কাটিয়ে ওঠারই চ্যালেঞ্জ মাহমুদের সামনে।