Vastu Tips: বাড়িতে জলের জাগ বা বোতল এভাবে রাখেন? জলের মতো টাকা বেরিয়ে যাবে এই দোষেই Updated: 03 Jul 2025, 04:00 PM IST Sanket Dhar Vastu Tips for keeping Water Jug: বাস্তুশাস্ত্র অনুসারে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি অর্থ, সমৃদ্ধি এবং মানসিক শান্তির সঙ্গে জড়িত। বাড়িতে সঠিক স্থানে জলের জাগ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয়।