কলকাতা থেকে লন্ডনে সরাসরি বিমান চালানোর পক্ষে রাজ্য। শুধু যে লন্ডন তা নয়। শিকাগো, নিউ ইয়র্কের মতো বেশ কিছু জায়গাতেও যাতে কলকাতা থেকে সরাসরি বিমান চলাচল হয়, তার জন্য এবার বিধানসভায় প্রস্তাব আনছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশন ২৫ নভেম্বর থেকে শুরু হবে। এই বিমান চলাচলের পক্ষে প্রস্কাব নিয়ে সেখানে ২৭ নভেম্বর আলোচনা হবে বলে জানানো হয়।
বিধানসভায় এই প্রস্তাব আনছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় এই প্রস্তাবের বিষয়টি জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে লন্ডন সহ ইউরোপিয় ইউনিয়নের নানান দেশের সঙ্গে কলকাতার বিমানবন্দরের সরাসরি যোগাযোগর স্থাপনের পক্ষে সওয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ১৫ বছর আগে কলকাতা থেকে লন্ডনের সরাসরি উড়ান চলেছিল। আর তা ছিল ননস্টপ। এদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চলাচলের পক্ষে সওয়াল করে প্রস্তাব আনছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,' নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক চরিত্রটা কতটা বজায় আছে, সেটা দেখতে হবে।' তিনি একইসঙ্গে বলেন,'আগে এখান থেকে সরাসরি লন্ডন অথবা আমেরিকার বিভিন্ন জায়গায় বিমান যেত। সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের বিমান বন্ধ হয়ে গিয়েছে। আমি প্রস্তাব নিয়ে এসেছি। যদি সরাসরি ইউরোপের বিভিন্ন জায়গায় ও আমেরিকায় সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল হয় তাহলে তার ‘ইন্টারন্যাশনাল’ অর্থটা বাস্তবে প্রমাণ হবে।' এই প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হলে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন পাঠানো হবে।
( Indian Railways: কেন এবার ক্যামেরা লাগানো বিশেষ পোশাক পরবেন রেলকর্মীরা?)
ওয়াকফ বিল বিধানসভায়:-
কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় এবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে কেন্দ্র। চলতি অধিবেশনে বিধানসভায় তার বিরোধিতায় প্রস্তাব আনা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতা করছে রাজ্যের তৃণমূল সরকার। এদিকে, বাংলার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, ওয়াকফ নিয়ে আমরা একটি প্রস্তাব পেয়েছি, তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৬ ও ২৭ নভেম্বর সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী পক্ষের সকলে মতামত দেবেন।