বাংলা নিউজ > কর্মখালি > WBJEE 2023 Merit List: জয়েন্টের প্রথম দশে পশ্চিমবঙ্গ বোর্ডের মাত্র ৩, দাপট CBSE-র, WBCHSE-তে খুশি মমতা
পরবর্তী খবর
WBJEE 2023 Merit List: জয়েন্টের প্রথম দশে পশ্চিমবঙ্গ বোর্ডের মাত্র ৩, দাপট CBSE-র, WBCHSE-তে খুশি মমতা
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 07:03 PM ISTAyan Das
রাজ্য জয়েন্টের প্রথম দশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র তিন পড়ুয়া আছেন। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) এক পড়ুয়া জায়গা করে নিয়েছেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের প্রথম দশের মধ্যে ছয়জনই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া।
সারা মুখোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে নিজস্ব ও পিটিআই ফাইল)
রাজ্য জয়েন্টের মেধাতালিকায় আবারও সিবিএসই বোর্ডের পড়ুয়াদের দাপট দেখা গেল। সেখানে প্রথম দশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র তিন পড়ুয়া আছেন। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) এক পড়ুয়া জায়গা করে নিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের প্রথম দশের মধ্যে ছয়জনই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া। তবে সার্বিকভাবে সংসদের পড়ুয়াদের ফলাফলে সন্তোষপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবারও পশ্চিমবঙ্গ জয়েন্টে মাত্র তিনজন ছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের পড়ুয়া। প্রথম চারে তো পশ্চিমবঙ্গ বোর্ডের কোনও পড়ুয়া ছিলেন না। পঞ্চম স্থানে ছিলেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। এবার সেখানে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী পশ্চিমবঙ্গ বোর্ডের হলেও প্রথম দশে থাকা প্রতনিধির সংখ্যা তিনেই আটকে গিয়েছে।
সংসদের পড়ুয়াদের সেই সার্বিক ফলাফলে সন্তোষপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার শীর্ষ স্থানাধিকারী এবং পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তের সফল প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে মোট সফল প্রার্থীদের মধ্যে ৫৩ শতাংশ প্রার্থীই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) পড়ুয়া। চলতি বছর সফল মহিলা প্রার্থীদের হার ২৭.৫ শতাংশ। তোমাদের অসাধারণ রেজাল্টে আমরা গর্বিত । আমি সফল পড়ুয়া, তাদের বাবা-মা ও শিক্ষকদের অভিনন্দন জানাই।’