বৈভব সূর্যবংশী আরও একবার দুরন্ত পারফরমেন্স করলেন অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে।সোমবার নর্দ্যাম্পটনে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন। প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে মারেন পাঁচটা চার এবং তিনটে ছয়। একটা সময় মনে হচ্ছিল, তিনি একাই ভারতীয় দলকে বড় রানের ভিতে পৌঁছে দেবেন। যদিও ১১তম ওভারে তাঁর ছন্দপতন হয়। তিনি জ্যাক হোমের বোলিংয়ে আউট হয়ে যান। বাঁহাতি ব্যাটারকে আউট করার পর সেন্ড অফ দেন ইংরেজ পেসার।
বৈভবের উইকেটটি কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই জানে। তাই তাঁকে আউট করে জ্যাক হোম সেন্ড অফ দিয়ে বোঝান, যাতে ড্রেসিংরুমে ১৪ বছর বয়সী বৈভব পিরে যান। তাঁর এমন আচরণের কারও রয়েছে। আসলে সূর্যবংশী এই ম্যাচে হোমের ৮টি বল খেলে এর আগে ১৮ রান করেছিলেন, ফলে জ্যাকও একপ্রকার চাপেই ছিলেন তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত তাই বৈভবকে আউট করে সেন্ড অফ দেন তিনি।
প্রথম ওভারেই আয়ুষ মাত্রে আউট হওয়ার পর তিন নম্বরে আসা বিহান মলহোত্রার সঙ্গে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বৈভব। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২৯০ রান তোলে। ৪৯ ওভারের মধ্যেই ভারতীয় দল অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বিহান মলহোত্রাই সর্বোচ্চ ৪৯ রান করেন। শেষ ওভারে গিয়ে ম্যাচ ১ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। যুদ্ধাজিত গুহ শেষ ওভারে ৭ রান ডিফেন্ড করতে পারেননি
এর আগে প্রথম যুব ওডিআইতেও ১৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। তাঁর অ্যাটাকিং পারফরমেন্স ভারতকে সাহায্য করেছিল ১৭৫ রানের লক্ষ্যমাত্রায় দ্রুত পৌঁছে যেতে। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরমেন্সের পর ভারতীয় ক্রিকেটে এখন চেনা মুখ হয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিকও এখন ১৪ বছর বয়সী বৈভব। আইপিএলে ৭ ম্যাচে ২৫২ রান করেন বৈভব।