কসবা গণধর্ষণকাণ্ডে আগেই ‘কালীঘাটের কাকুর ভাইপো’র সঙ্গে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ছবি প্রকাশ করেছিলেন তিনি। এবার ওই ঘটনার দায়ে সরাসরি ভাইপো গ্যাংকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুরের ময়নায় কন্যা সম্মান যাত্রায় অংশগ্রহণের পর জনসভায় তিনি বলেন, ‘সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, মনোজিৎ যে ভাইপো গ্যাংয়ের সদস্য তার প্রমাণ জ্বলজ্বল করছে কসবার ল’ কলেজের দেওয়ালেই।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এসেছিলেন দিঘাতে, ভেবেছিলেন ক্রেডিট নেব। রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জোর করে নিয়ে গেছেন। স্কুলের বাচ্চাদের জোর করে দাঁড় করিয়েছেন। পুলিশরা নিয়ে গেছে। খুব আনন্দে যাচ্ছিলেন, আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং। কসবা ল’ কলেজের মনোজিত। আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন। আপনার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।’
কসবাকাণ্ড প্রকাশ্যে আসতেই দেখা যায় ল’ কলেজের মূল ফটকের সামনে পাঁচিলে লেখা রয়েছে Monojit dada is in our heart. তার নীচে লেখা Team MM. রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ঠিক রকম ভাবে রাজ্যের এক সাংসদের জনসভায় ‘Team AB’ লেখা পোস্টার দেখা যায় অনেক জায়গায়। এমনকী জনৈক ভাইপোর সঙ্গে অভিযুক্ত মনোজিতের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির সত্যতা এখনও চ্যালেঞ্জ করেননি কেউ। ফলে শুভেন্দুবাবুর দাবি অনুসারে মনোজিতের সঙ্গে ভাইপো গ্যাংয়ের যোগাযোগ অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে।