এই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে খল নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ত্বনী লাহা রায়। সোশ্যাল মিডিয়ায় ভীষন সক্রিয় এই নায়িকা মাঝেমধ্যেই করতে থাকেন ছবি ও ভিডিয়ো পোস্ট। বৃষ্টির মরসুমেও তেমনই কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
শুরু হয়ে গিয়েছে জুলাই মাস। গোটা একটা বছরের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে রয়েছে সকলে। মাঝেমধ্যেই আচমকা বৃষ্টিতে কমেছে গরমের তাপদাহ। এই আচমকা বৃষ্টি যেমন অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়, তেমন অনেকে এই বৃষ্টি ভেজা দিন উপভোগ করেন তাড়িয়ে তাড়িয়ে, তাদের মধ্যেই একজন হলেন ত্বনী।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
বৃষ্টি প্রিয় বলেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় নিজেকে আটকে রাখতে না পেরে নিজেকে পুরোপুরি উজাড় করে দিলেন বৃষ্টির কাছে। রাতের অন্ধকারে একটি কালো রঙের শাড়ি পরে নিজেকে ভিজিয়ে দিলেন প্রাণ ভরে, তবে বৃষ্টিতে তিনি নিজে ভিজলেও সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন তা দেখে কিন্তু রীতিমতো আগুন লেগে গিয়েছে সমাজ মাধ্যমের পাতায়।
একটি কালো পিঠ খোলা ব্লাউজ ও কালো শাড়ি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘বৃষ্টি শুরু হলে নিজেকে আটকে ধরে রাখতে পারি না এই বৃষ্টি আমার শান্তি, হাসি এবং নাচের অন্যতম কারণ। আমি হয় তোমার সঙ্গে ছাতা শেয়ার করব না হলে নিজেকে ভিজিয়ে দেব।’
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
অভিনেত্রীর ছবি দেখে একের পর এক আগুনের ইমোজি কমেন্ট বক্সে পোস্ট করতে থাকেন নেটিজেনরা। নায়িকার চোখের চাহনি, আবেদনময়ী ভঙ্গি দেখে মুগ্ধ সমাজ মাধ্যমের নাগরিকরা। যদিও শুধু সাধারণ মানুষ নয়, সহকর্মীর এমন ছবি দেখে ‘হট’ কমেন্ট করতেও পিছপা হননি অভিনেতা রাহুল মজুমদার।
প্রসঙ্গত, টলি অভিনেতা রাজদীপ গুপ্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও এই মুহূর্তে যে তাঁরা একসঙ্গে নেই তার ইঙ্গিত একাধিকবার সমাজ মাধ্যমে দিয়েছিলেন নায়িকা। ত্বনীর পোষ্টের ক্যাপশন দেখেই মানুষ বুঝেছিল, সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যদিও এই বিষয় নিয়ে তন্বী বা রাজদীপ কেউই সেইভাবে কিছু জানাননি।