ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পেলেন শুভমন গিল, দৌড়ে গেলেন ঋষভ পন্ত, কী হল তারপর? মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল শুক্রবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান। ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজার ওভারে, যখন হ্যারি ব্রুক অফ-স্টাম্পের বাইরে পিচ হওয়া একটি বল জোরে কাট করেন।
বলটি ব্যাটে লেগে স্লিপে থাকা গিলের দিকে অত্যন্ত দ্রুত ছুটে যায়। প্রতিক্রিয়া জানানোর সময় না পেয়ে গিলের মাথার ওপরের অংশে আঘাত লাগে। ব্যথায় কাতর হয়ে পড়লেও, ঋষভ পন্ত সঙ্গে সঙ্গে তার মাথার জায়গাটা পরীক্ষা করেন এবং ফিজিওকে মাঠে ডাকার জন্য ইঙ্গিত করেন।
এই মুহূর্তে ঋষভ পন্তের মানবিকতা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্তের দ্রুত প্রতিক্রিয়া ও শুভমন গিলের প্রতি যত্ন দেখে অনেকেই আবেগপ্রবণ হয়েছেন। তাঁর এই সহানুভূতিশীল আচরণকে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। শুভমন গিল মাথায় আঘাত পাওয়ার পরও দায়িত্বের সঙ্গে মাঠে ফিরে গিয়ে আবার ফিল্ডিং করা তাঁর মনোবল ও নেতৃত্বগুণের পরিচায়ক।
গিলকে মাঠেই চিকিৎসা দেওয়া হয়, তবে তিনি সময় না নষ্ট করেই আবার ফিল্ডিংয়ে ফিরে যান, যা দর্শকদের প্রশংসা কুড়ায়। ম্যাচ পরিস্থিতি: ভারতের প্রথম ইনিংসে ৫৮৭ রান, ইংল্যান্ড ৪০৭ রানের মধ্যে ১০ উইকেট হারায়। তৃতীয় দিনে মহম্মদ সিরাজ দ্বিতীয় ওভারেই জো রুট (২২) এবং বেন স্টোকস (০)-কে পরপর দুই বলে আউট করেন। প্রথম ইনিংসে ছয় উইকেট শিকার করেন সিরাজ।
রুট একটি হালকা স্পর্শে লেগসাইডে ক্যাচ দেন। স্টোকস প্রথম বলেই বাউন্সারে চমকে যান। ইংল্যান্ড তখন ৮৪/৫, তবে জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক ভয়হীন ক্রিকেট খেলে দলকে লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যান। জেমি স্মিথের পাল্টা আক্রমণে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। স্মিথ ২০৭ বলে অপরাজিত ১৮৪ রান করেন। ইংল্যান্ড মাত্র ২৭ ওভারে ১৭২ রান তোলে দিনের প্রথম দুই ঘণ্টায়। স্মিথের ইনিংসটি ছিল আক্রমণাত্মক ও নির্ভীক, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে।