ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার যুগের অবসানের পর সকলের মনেই প্রশ্ন ছিল, শুভমন গিল বা ঋষভ পন্ত কি আদৌ তাঁদের জুতোয় পা গলাাতে পারবেন? ইংল্যান্ডে প্রথম দুই টেস্টেই ব্যাট হাতে কিন্তু পন্ত এবং গিল দুজনেই অনবদ্য। প্রথম টেস্টে জোড়া শতরান ছিল পন্তের আর শুভমনের ব্যাট থেকেও এসেছিল শতরান। দ্বিতীয় টেস্টে পন্ত ফ্লপ হলেও ২৬৯ রান করে এজবাস্টনে রেকর্ড গড়েন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল।
ম্যাচে ব্যাটিং করার সময় যেমন গিল এবং পন্তের দিকে থাকে সবার চোখ। তেমনই ফিল্ডিংয়ের সময়ও ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়কের ওপর ক্যামেরার লেন্স ফোকাস করে থাকে। এবার তাঁরা দুজনেই একসঙ্গে ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররে বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। ম্যাচের ১৯তম ওভারেই বিতর্কে জড়ান ইংরেজ ব্রুক।
তিনি চাইছিলেন জাদেজার করা ১৯তম ওভারটাই যেন দিনের শেষ ইনিংস হয়। তাই প্রথম বলের পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিনি গ্লাভস ঠিক করেন, এরপর তৃতীয় বলে ফের তিনি একই কাজ করেন, যা দেখেই চটে যান পন্ত। ভারতীয় সহ অধিনায়ককে উইকেটের পিছন থেকে বলতে শোনা যায়, ‘বোলার তো বল করতে তৈরি ’। এরপর আম্পায়ারও ব্রুককে ব্যাটিং করতে বলেন এবং সময় নষ্ট করতে নিষেধ করেন। এরপর ফের ব্রুক একটা বল খেলেই পিচের মাঝখানে চলে যান ব্যাট দিয়ে পিচ ট্যাপ করার জন্য।
এরপরই পন্তকে বলতে শোনা যায়, ‘এটা কি হচ্ছে? প্রত্যেক বলের পর ও ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে ’। ব্রুক অবশ্য এত চেষ্টা করেও পরের ওভার করা আটকাতে পারেননি। আম্পায়ারের হাতে তখনও ১ মিনিট বাকি থাকায় তিনি আরও একটি ওভার করার সুযোগ দেন ভারতীয় দলকে।
এরপর শুভমন গিল দিনের শেষে আম্পায়াররে কাছে একই বিষয় নিয়ে অভিযোগ জানান। যা শুনে আম্পায়ারকে বলতে শোনা যায়, তিনি তো আর ব্যাটারকে ঠেলে ব্যাটিং করতে পাঠাবেন না। দ্বিতীয় ইনিংসের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৭। ভারতের কাছে রয়েছে ৫১০ রানের লিড। এদিকে ব্রুকের সঙ্গে ভারতীয় ইনিংস চলাকালীনও কথা হয় গিলের। তখন ব্রুক স্লেজিং করছিলেন ভারত অধিনায়ককে, যা শুনে গিলও একটু বিরক্তই হন