ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান এখনই বন্ধ করছে না রাশিয়া ৷ কূটনৈতিক সমাধানের আশা করলেও সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে এ কথাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দীঘক্ষণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচন করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়েছে।এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান-ইজরাইল সংঘাত-সহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার পক্ষ থেকে সব বিরোধ, মতপার্থক্য ও সংঘাতের সমাধান রাজনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন।ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ট্রাম্পকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কো তার লক্ষ্য থেকে সরে আসবে না। তবে এ নিয়ে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উশাকভ বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতির পেছনের যে সব মূল কারণ রয়েছে, রাশিয়া সেগুলোর বিষয়ে যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জন করবে এবং সে সব লক্ষ্য থেকে সরে আসবে না। তবে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।’তিনি জানান, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি ও নিহত সেনাদের বিনিময় সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পুতিন তা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন।তবেপুতিন ও ট্রাম্পের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন উশাকভ।ইরান প্রসঙ্গে তিনি বলেন, 'রুশ পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধ, মতানৈক্য ও সংঘাতের সমাধানকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে।'গত মাসে ট্রাম্প ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালান। মস্কো এটিকে বিনা উসকানিতে নেওয়া পদক্ষেপ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছে।
অন্যদিকে ফোনালাপের পর ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।এই মন্তব্যের আগেই ডেনমার্কে সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে তিনি শিগগিরই, সম্ভব হলে শুক্রবারই আলোচনা করতে চান।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের মধ্যে বেশ খানিকক্ষণ ফোনে কথা হয়েছে ৷ আমরা অনেক বিষয় নিয়েই আলোচনা করেছি ৷ ইরানের পাশাপাশি ইউক্রেন নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে ৷ ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার ভূমিকায় আমি খুশি নই ৷ পুতিনের সঙ্গে এই আলোচনায় শান্তি স্থাপনের দিকে আমি সামান্য অগ্রসরও হতে পারিনি ৷'
ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই নেতার মধ্যে এ নিয়ে ছ'বার কথা হল ৷ ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৷ পুতিন ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নেপথ্যে রাশিয়ার কী ভূমিকা ছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, 'মার্কিন বিদ্রোহের সময় রাশিয়ার সম্রাট দ্বিতীয় ক্যাথরিন বিট্রেনের দেওয়া কূটনৈতিক সমাধানের প্রস্তাবে হাঁটেননি ৷ রাশিয়ার সেনাবাহিনীকে উত্তর আমেরিকায় পাঠানোর প্রস্তাব এসেছিল ৷ সেটাও তিনি খারিজ করেছেন ৷ এভাবেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে নিজেদের অবদান রেখেছিল রাশিয়া ৷'
পুতিন বারবার বলে আসছেন, সংঘাতের গোড়ার কারণ সমাধানের মাধ্যমেই কেবল যুদ্ধের অবসান সম্ভব। তাদের দাবি, পশ্চিমী সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণে লাগাম টেনে ধরা, ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করা এবং ন্যাটোজোটে কিয়েভের অংশগ্রহণের সম্ভাবনা বাতিল করে দেওয়ার মাধ্যমে যুদ্ধের অবসান হতে পারে।এদিকে ন্যাটো কর্মকর্তারা বলছেন, কিয়েভ ও অন্যান্য পূর্বাঞ্চলীয় ইউরোপীয় দেশের রাজনীতিতে রাজনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা করছে মস্কো।