গত শনিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাহ এবং শারীরিক হেনস্থার অভিযোগের কথা সামনে এসেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরে এক মহিলা বেশ কয়েকটি প্রমাণসহ দাবি করেছেন, যে পাঁচ বছর ধরে যশ দয়াল সেই মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছেন। তাঁকে শারীরিকভাবে ব্যবহার করেছেন। তাঁকে মানসিক অত্যাচারও করা হয়েছে সাম্প্রতিক সময়ে।
এবার সপ্তাহ শুরুর দিনই বোমা ফাটালেন নির্যাতিতা। তিনি দৈনিক ভাস্করে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যে যশ শুধু একা তাঁর সঙ্গেই নয়, আরও বেশ কয়েকজন মহিলার সঙ্গেই সম্পর্ক রেখেছিলেন। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে ইতিমধ্যেই গাজিয়াবাদ পুলিশের তরফে মহিলার বয়ান রেকর্ড করে যশকে নোটিস পাঠানো হয়েছে। অভিযোগকারীনির দাবি তাঁদের সোশাল মিডিয়ায় প্রথম দেখা হয়েছিল। এরপর তাঁরা প্রয়াগরাগে দেখা করেন। সেই মহিলা আরও দাবি করেছিলেন , যে যশ দয়ালের পরিবার তাঁকে চিনত, যদিও যশের বাবার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
২০২২ সালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের সময় যখন গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন এই মহিলা। এরপর যশের বোন এবং বন্ধুর সঙ্গে সেই মহিলা উটি এক হোটেলেও গেছিলেন ঘুরতে। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দুজনে। সেই মহিলার দাবি তিনি নাকি যশের সঙ্গে আরসিবির এক ক্রিকেটারের বাগদানেও গেছিলেন এবছরে।
যদিও পরবর্তীতে এপ্রিল মাস নাগান সেই মহিলা নাকি জানতে পারেন যে আরও ৩জন মহিলার সঙ্গে শেষ ৪-৫ বছর ধরেই সম্পর্ক রয়েছে যশের। তাঁরা নাকি তাঁদের সম্পর্কের প্রমাণ দিয়েছেন অভিযোগকারীনিকে, দাবি করা হয়েছে দৈনিক ভাস্করের প্রতিবেদনে। সেই মহিলা দাবি করেছেন যে ৭ জুন যশ নাকি আপত্তির কিছু জিনিস অর্ডার দিয়েছিলেন, সেই সময় যশ নাকি লখনউয়ের হোটেলে ছিলেন। যশ এবং সেই মহিলা যেহেতু একই অ্যাপ ব্যবহার করেন ঘরের জিনিস আনার জন্য, তাই সেখান থেকেই নাকি তিনি এই তথ্য পেয়েছেন।
গাজিয়াবাদ পুলিশ ইতিমধ্যেই জানিয়েছেন যে যশ দয়ালকেও বয়ান রেকর্ড করার জন্য নোটিস পাঠানো হয়েছে। সেই মহিলা বলেছেন, ‘নিজের ক্ষমতা, অর্থ এবং প্রতিপত্তি কাজে লাগিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যশ, কিন্তু আমার পূর্ণ আস্থা রয়েছে আইনের ওপর। আমি চুপ করে যেতে পারতাম, কিন্তু আমি কীভাবে জানব যে ও আমায় ধোকা দিচ্ছে? আমায় বুঝতেই দেয়নি, আমি ভগবানে বিশ্বাস করি। যখন ওর পরিবার আমার সঙ্গে খারাপভাবে ব্যবহার করা শুরু করল, তখন আমি আইনত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করি ’।