সময়সীমা ফুরালেও মিলল না সমীকরণ। বামেদের সঙ্গে জোট সম্ভাবনা শেষ করে লোকসভা নির্বাচনে একাই চলার কথা ঘোষণা করল ISF. বৃহস্পতিবার দুপুরে একথা ঘোষণা করার পর ISF নেতা নওসাদ সিদ্দিকি জোট ভাঙার জন্য বামেদের দায়ী করেন।
আরও পড়ুন: BJPকে ভাষাজ্ঞান শেখাতে শেখাতে প্রকাশ্য মঞ্চে ‘শা*’ বলে ফেললেন মমতা
এদিন নওসাদ বলেন, ‘আমরা লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোট করছি না। ওদের অনেক সময় দেওয়া হয়েছিল। কিন্তু যা বুঝলাম, তাতে ওরা জোটে আগ্রহী নয়। আমরা দরকারে সেলিম সাহেবের মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী তুলে নেব বলেছিলাম। যাদবপুরের সমস্যাও মিটে গিয়েছিল। কিন্তু সমস্যা এসে দাঁড়িয়েছে শ্রীরামপুরে। কিন্তু বামেরা যদি বলে সবটাই ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের ৮টাও তুলে নেওয়া দরকার’।
জোট ভাঙার জন্য বামেদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘কংগ্রেস তো আগে থেকে ভিলেন হয়ে আছেই। তবে এই জোট ভাঙার জন্য সব থেকে বেশি দায়ী বামেরা। এই জোট ভাঙার দায় বামেদের নিতে হবে’।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বালুর বাড়তি স্বাস্থ্য পরীক্ষা, SSKMএর কাজে ক্ষুদ্ধ আদালত