মলদ্বীপে গিয়ে সমুদ্রের নীল জলের উপর বানানো কাঠের সেতুতে সাইকেল চালাতে দেখা গেল অক্ষয়কে। তবে তিনি একা নন, পিছনে মেয়ে নিতারাকে বসিয়ে নিয়ে সাইকেল চালাতে দেখা গেল আক্কিকে। ইনস্টাস্টোরিতে অক্ষয় নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে বছর ১১-এর নিতারাকে বাবার কোমর জড়িয়ে পিছনে বসে থাকতে দেখা যাচ্ছে।
অক্ষয়-টুইঙ্কল-নিতারা
সারা বছর কাজের ব্যস্ততা, তাই সময় পেলেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বের হয়ে পড়েন বলিউডের কম-বেশি প্রায় সব তারকা। বর্ষশুরুর এই সময়টাতে অনেকেই ছুটি কাটাতে বিদেশ-বিভূঁই ঘুরছেন। বাদ নেই আক্কিও। এই মহূর্তে স্ত্রী ও সন্তানদের নিয়ে মলদ্বীপে রয়েছেন সুপারস্টার অক্ষয়।
মলদ্বীপে গিয়ে সমুদ্রের নীল জলের উপর বানানো কাঠের সেতুতে সাইকেল চালাতে দেখা গেল অক্ষয়কে। তবে তিনি একা নন, পিছনে মেয়ে নিতারাকে বসিয়ে নিয়ে সাইকেল চালাতে দেখা গেল আক্কিকে। ইনস্টাস্টোরিতে অক্ষয় নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে বছর ১১-এর নিতারাকে বাবার কোমর জড়িয়ে সাইকেলের পিছনে বসে থাকতে দেখা যাচ্ছে। যে ভিডিয়ো দেখে নেটপাড়ার অনেকেই নানান মন্তব্য করেছেন। নেটিজেনদের অনেকেই অক্ষয়কে ‘সেরা বাবা’র তকমা দিয়েছেন। ভিডিয়োতে অক্ষয়কে গাঢ় সবুজ রঙের টি-শার্ট এবং ক্যামোফ্লেজ প্রিন্ট জগার পরে থাকতে দেখা যাচ্ছে।
এদিন আবার অক্ষয় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আপকা নয়া সাল বড়া বনে, ছোট ছোট খুশি সে। (আপনাদের নতুন বছর ছোট ছোট খুশিতে ভালো কাটুক) শুভ নববর্ষ’।