এদিন আরিয়ানের জন্মদিনে নিজের ইন্সটাগ্রাম থেকে একটি স্টোরি শেয়ার করেন শহরুখ কন্যা। স্টোরিতে দাদা ও পোষ্য সারমেয়র সঙ্গে হাস্যরত অবস্থায় দেখা গিয়েছে সুহানাকে। ছবিটি ২০২২ সালের ১২ নভেম্বরের। যেখানে ক্যাপশনে সুহানা লিখেছেন 'স্মৃতি'। দাদার জন্মদিনে এক বছর পুরনো এই ছবি শেয়ার করে মূলত পুরনো স্মৃতি রোমন্থন করেছেন শাহরুখ তনয়া। এ ছাড়াও দাদাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার বড় ভাই ও বেস্ট ফ্রেন্ড'।
স্টোরিটি শেয়ার হতেই আপ্লুত হয়েছেন নেটিজেনরা। দুই ভাই-বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। ছেলের জন্মদিনে স্টোরি শেয়ার করতে ভোলেননি গৌরি ও শাহরুখও। ছেলের জন্মদিনে অত্যন্ত খুশি তারাও। গৌরি-শাহরুখ প্রথম সন্তান আরিয়ান। ২৬ এ পা দিল শাহরুখ পুত্র। তাঁর জন্মদিনে শুভেচ্ছার ঝড় বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।
কিছুদিন আগেই নিজের একটি কাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেছে আরিয়ান। বাবা জনপ্রিয় অভিনেতা হলেও অভিনয় করার ইচ্ছে নেই শাহরুখ পুত্রের এমনই জানিয়েছেন তিনি। শহরুখ-গৌড়ির প্রোডাকশন হাউজে একজন লেখক হিসাবেই কাজ করতে চান আরিয়ান।
এদিকে শিঘ্রই মুক্তি পেতে চলেছে সুহানার প্রথম ছবি 'আর্চিজ'। একই নামের একটি আমেরিকান মিউজিক্যাল কমিডি ছবির অনুকরণ এই ছবিটি। জোয়া আখতারের পরিচালনায় তৈরি এই ছবি আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।