Dabboo Ratnani On Kiara Advani: শুধু একটি গাছের পাতায় লজ্জা নিবারণ করেছেন অভিনেত্রী। কিন্তু এই সাহসিকতাই যে তাঁকে হাসির পাত্রী করে তুলবে, তা হয়তো কখনই ভাবেননি কিয়ারা। এবার সেই বিষয় মুখ খুলেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানি।
শরীরে নেই একটিও সুতো, পাতা দিয়ে স্তন ঢেকে নেটদুনিয়ায় হাসির খোরাক হয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। তাঁর সেই সাহসী ফটোশ্যুট করেছিলেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি। মনে আছে ২০২০ সালে কিয়ারার সেই ক্যালেন্ডার ফটোশ্যুটের কথা?
শুধু একটি গাছের পাতায় লজ্জা নিবারণ করেছেন অভিনেত্রী। কিন্তু এই সাহসিকতাই যে তাঁকে হাসির পাত্রী করে তুলবে, তা হয়তো কখনই ভাবেননি কিয়ারা। ছবিগুলি কেন সেই সময় এতটা হাইলাইট হয়েছিল, সিদ্ধার্থ কাননের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় মুখ খুলেছেন ডাব্বু। আরও পড়ুন: কৃষ্ণশিলা দিয়ে তৈরি, রামলালার বিগ্রহের রয়েছে একাধিক বিশেষত্ব, জেনে নিন কী কী
ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হাসির বন্যা। ট্রোলের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। যদিও এই ছবির জন্য ডাব্বু রতনানি এবং কিয়ারা, দু’জনেই প্রশংসিত হয়েছিলেন। কিন্তু সমালোচনা যা হয়েছে, তা ঢেকে দিয়েছে প্রশংসাকে। এই প্রসঙ্গে সম্প্রতি ডাব্বু বলেছেন, ‘লকডাউনের সময় সবাই বাড়িতে বসেছিল। সবাই সেই সময় অনলাইন থাকত। ২০২০ সালে প্রকাশিত হয়েছিল ছবিটা। তাই হয়তো একটু বেশিই সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে বিশ্বাস করুন ওর থেকেও সাহসী ছবি আমি তুলেছি, যেগুলো নিয়ে কোনও বিতর্কই হয়নি। অন্যান্য অনেক ফটোগ্রাফারও বিভিন্ন বিতর্কিত শ্যুট করেছেন, তবে ফটোশ্যুট নিয়ে এত বেশি আলোচনা কখনও হয়নি’।