বাংলা নিউজ > বায়োস্কোপ > 'মুখে ৪ ইঞ্চির মেকআপ লাগিয়ে...' দাদাগিরির প্রশ্নে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে না পারায় পূজাকে তুলোধনা নেটপাড়ার
পরবর্তী খবর
'মুখে ৪ ইঞ্চির মেকআপ লাগিয়ে...' দাদাগিরির প্রশ্নে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে না পারায় পূজাকে তুলোধনা নেটপাড়ার
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2024, 04:02 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10: রবিবার দাদাগিরিতে সৌরভের সঙ্গে খেলতে এসেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তাঁকে রীতিমত কটাক্ষ করা হয়।
দাদাগিরির প্রশ্নে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে পারলেন না পূজা!
রবিবার, ৪ ফেব্রুয়ারি দাদাগিরি ১০ এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন তারকারা। সেখানেই একটি প্রশ্নের উত্তর দিতে পারেন না পূজা বন্দ্যোপাধ্যায়। আর সেটার জেরেই তাঁকে এদিন চরম সমালোচনার মুখে পড়তে হয়।
দাদাগিরি ১০ -এ এসে চরম কটাক্ষের মুখে পূজা
রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত শো, দাদাগিরিতে খেলতে এসেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। সেখানেই পূজা বন্দ্যোপাধ্যায় একটি প্রশ্নের উত্তর দিতে পারেন না। চিনতেই পারেন না টলিউডের অন্যতম খ্যাতনামা বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। সেটার জন্যই তাঁকে এদিন পড়তে হয় সমালোচনার মুখে।
জি বাংলার তরফে এদিন দাদাগিরি ১০ এর BTS দৃশ্য প্রকাশ্যে আনা হয়। সেখানে পূজাকে বলতে শোনা যায় যে তিনি কেন এই খেলায় অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর কথা অনুযায়ী, 'যখনই দাদাগিরি থেকে কল আসে তখনই এখানে আসার জন্যই সম্মতি জানাই দাদার জন্যই। দাদা ব্যস্ত মানুষ এমনিতে দেখা হয় না দাদার সঙ্গে। আর আমার তো খুব বেশিদিনের আলাপ বা পরিচয় নেই ওঁর সঙ্গে, কিন্তু দাদা ভীষণই ভালো। সুইটহার্ট পুরো। ওঁর সঙ্গে দেখা হলেই ভীষণ নিজের মানুষ বলে মনে হয়। উনি খুবই হেল্পফুল। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা খুবই প্রচলিত যে উনি ভীষণই হেল্পফুল। কেউ কোনও সমস্যায় পড়লে আগে ওঁকেই কল করি আমরা। উনি হেল্পও করেন।' এই প্রোমো ভিডিয়োর কমেন্ট বিভাগে এসেই অভিনেত্রীকে তুলোধনা করে যান দর্শকরা।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে এসে গতকালের এপিসোডের প্রসঙ্গ টেনে রীতিমত একহাত নেন অভিনেত্রীকে। এক ব্যক্তি লেখেন, 'বাংলা ছবিতে কাজ করেন, রিয়েলিটি শোতে জাজ হয়ে এসে টাকা কামাচ্ছেন এদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিনতে পারছেন না। রত্না ঘোষালের কথা তো ছেড়েই দিলাম!' আরেক ব্যক্তি লেখেন, 'এপিসোডটা দেখলাম। কীভাবে আপনি নিজেকে অভিনেতা বলে ভাবেন জানি না। যে ইন্ডাস্ট্রিতে আছেন সেখানকার লিগাসিটাও জানেন না। বোঝাই যাচ্ছে ৪ ইঞ্চির মেকআপ করে, ফ্যাশন দিয়ে আর ভালো মুখ দেখিয়ে নাম কে ওয়াস্তে অভিনেত্রী সাজেন। ভিতর পুরো ফাঁপা।'