বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri Season 10)। নন-ফিকশন জঁরে শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে সৌরভ সঞ্চালিত শো। আপতত চলছে দাদাগিরির ১০ নম্বর সিজন। শুরু থেকেই চর্চায় দাদাগিরির নতুন সিজন। কিন্তু চলতি সিজনের শুরু থেকেই দর্শকদের একাংশের অভিযোগ দাদাগিরি-তে এইবার তারকাদের ছড়াছড়ি।
দাদার সামনেই ভরা মঞ্চে হাঁটু মুড়ে বসে বউয়ের হাতে গোলাপের তোড়া দিতে দেখা গেল অঙ্কিতকে। ভ্য়ালেন্টাইন্স ডে স্পেশ্যাল সেই পর্বে লাল বেলুনে সাজানো মঞ্চ, চারিদিকে প্রেমের আবহ। দাদাকে সুস্মিতা বলেন, ‘আমি খুব ফিল্মি’।