সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। কখনও আবার রাস্তায় বসা দোকান থেকে সফট টয়েজ বাঘ কিনে ফেলতেও দেখা যায় রাজকে। কখনও আবার স্থানীয় মানুষের কাজে নিজেকে রাজ চক্রবর্তী বলে পরিচয় করানোর পর পরিচালকের উপলব্ধি, লোকে তাঁকে শুভশ্রীর বর হিসাবেই চেনেন।
সুন্দরবনে রাজ চক্রবর্তী
ফিরছেন 'দাবাং' পুলিশ আধিকারিক অনিমেষ দত্ত। তাই গোটা সুন্দরবন এখন তটস্থ। ভয়ে কাঁটা। তবে বাসিন্দারা নন, ভয় পেয়েছেন দুষ্কৃতীরা। হ্যাঁ, অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা-ই বলছিলাম। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর হাত ধরে ডাকাবুকো পুলিশ আধিকারিক হয়ে তিনি আসতে চলেছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'আবার প্রলয়'-এর শ্যুটিং।
তবে সুন্দরবনের কোথায় হয়েছে 'আবার প্রলয়'-এর শ্যুটিং। কীভাবেই বা বেছে নেওয়া হয়েছিল সুন্দরবনের সেই সব জায়গাগুলি, যেখানে ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছে। সেই বিষয়টিও কিন্তু মোটেও সহজ নয়। শ্যুটিংর আগে সঠিক জায়গা বেছে নিয়ে রেইকিতে গিয়েছিলেন খোদ রাজ চক্রবর্তী ও তাঁর টিম। লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন রাজ। তারই কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক।
ভিডিয়োর শুরুতেই রাজকে বলতে শোনা যায়, ‘আমরা এখন সুন্দরবনে শ্যুটিংয়ে এসেছি, আবার প্রলয়ের শ্যুটিং এখানে হবে।’ ভিডিয়োতে রাজকে কখনও লঞ্চে, কখনও আবার গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। রাজ জানান, প্রথমবার তাঁরা টিমের কিছু লোকজনকে নিয়ে রেইকি করেছেন, তারপর সবাই মিলে দ্বিতীয়বার সেখানে পৌঁছেছিলেন। সিনেমাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, VFX-এর দায়িত্বে যিনি ছিলেন তাঁর সঙ্গেও আলাপ করিয়ে দেন রাজ। মজা করে পরিচালক বলেন, ‘আমি বাদে সকলেরই সময়ের বড়ই অভাব।’ সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলতে দেখা যায় রাজ চক্রবর্তীকে। কখনও আবার রাস্তায় বসা দোকান থেকে বাড়ির জন্য সফট টয়েজ বাঘ কিনে ফেলতেও দেখা যায় রাজকে। কখনও আবার স্থানীয় মানুষের কাজে নিজেকে রাজ চক্রবর্তী বলে পরিচয় করানোর পর পরিচালকের উপলব্ধি, লোকে তাঁকে শুভশ্রীর বর হিসাবেই চেনেন। এদিকে কাজের ফাঁকে টিমের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন রাজ, বলেন, ‘লঞ্চের মধ্যেই এখন ২০টা দিন কাটাতে হবে আমাদের।’ পরিচালকের কথাতেই বোঝা যায়, সুন্দরবনের এতটাই প্রত্যন্ত অঞ্চলে 'আবার প্রলয়'-এর শ্যুটিং হয়েছে, যে সেখানে হোটেলও নেই, অগত্যা লঞ্চের মধ্যেই রাত কাটাতে হয়েছে পরিচালক ও তাঁর টিমকে।