রবিবার শার্টলেস ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় যেন বম্ব মেরেছিলেন শাহরুখ খান। তিনি আর পাঁচটা নায়কের মতো রোজ আসেন না ইনস্টাগ্রামে। কিন্তু যখন আসেন, তখনই যেন ঝড় তোলেন। আপাতত চর্চাতে শাহরুখের সেই ছবিখানা। এমনকী বউ গৌরীও বরের সঙ্গে একটু মস্করা করার সুযোগ ছাড়লেন না।
শাহরুখ ছবিখানা শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আজ আমার শার্টকে, ‘তুম হোতি তো ক্যায়সা হোতা… তুম ইস বাত পে হয়রান হোতি… তুম ইস বাত পে কিতনা হসতি… তুম হোতি তো অ্যায়সা হোতা।’ আমিও পাঠানের জন্য অপেক্ষা করে আছি।’
শাহরুখের এই পোস্টখানাই ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন গৌরী খান। লিখলেন, ‘হায় ভগবান!!! এই মানুষটা এখন নিজের জামার সঙ্গেও কথা বলতে শুরু করে দিয়েছে।’ যা বেশ মজার লেগেছে নেট-নাগরিকদের। অভিনেত্রী রিচা চাড্ডা শাহরুখের পোস্টের কমেন্ট সেকশনে লিখলেন, ‘যেই মানুষদের খুব জলদি বিয়ে হতে চলেছে তাদের আরও সাবধান হতে হবে’। অক্টোবরেই রিচা বিয়ে করছেন অভিনেতা আলি ফজলকে। আরও পড়ুন: বিয়ের ৮ মাসের মাথায় মেয়ের বাবা হলেন সুলতান-এর পরিচালক, বললেন ‘আল্লার সেরা উপহার’