ভূত বা অশরীরী আত্মার অস্তিত্ব আছে কি নেই, তা নিয়ে বিতর্ক চলছে বহু যুগ ধরে। কেউ কেউ তেনাদের অস্তিত্ব বুঝতে পারেন কেউ আবার মানতে চান না। তবে দিন দুপুরে কাঞ্চন মল্লিক যা দেখলেন, তা সত্যিই অবিশ্বাস্য। কী ঘটল কাঞ্চনের সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এটি হলুদ রঙের শার্ট এবং মাথায় নীল টুপি পরে বাড়ি থেকে বেরোলেন কাঞ্চন। গাড়ির দিকে যেতেই কাঞ্চনের দিকে এগিয়ে আসেন ড্রাইভার। কাঞ্চনকে ড্রাইভার বলেন, তিনি ওয়াশরুমে যাচ্ছেন। কাঞ্চনকে তাড়াহুড়ো করতে দেখে ড্রাইভার বলেন আপনি গাড়িতে গিয়ে বসুন আমি এক্ষুনি আসছি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
ড্রাইভারের কথামতো কাঞ্চন গাড়িতে গিয়ে বসতেই চমকে উঠলেন। এ কি দেখলেন তিনি! ড্রাইভার সিটে তো আগে থেকেই বসে রয়েছেন ড্রাইভার। ভয় পেয়ে কাঞ্চন জিজ্ঞাসা করেন, তুমি যে বললে ওয়াশরুমে যাচ্ছ? ড্রাইভার উত্তরে বলেন, আমি তো কোথাও যায়নি আমি এখানেই বসে আছি। এরপরই স্তব্ধ হয়ে যান কাঞ্চন।
ব্যাপারটা কি? সত্যি কি ভূতের খপ্পরে পড়লেন কাঞ্চন? হ্যাঁ ভূতের খপ্পরে পড়লেন বটে তবে রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে। যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেটি আসলে আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
ছবিতে মিমি ও শ্রুতির উপস্থিতির কথা কিছুদিন আগেই জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এবার বোঝা গেল, কাঞ্চনও রয়েছেন ছবিতে। সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে এই ভিডিয়োর মাধ্যমে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটির সিংহভাগ শ্যুটিং হবে পাহাড়ি এলাকায়। ছবির জন্য ইতিমধ্যেই পাহাড়ি দিন কাটাচ্ছেন মিমি। কিছুদিন আগে যদিও কাঞ্চন এবং শ্রীময়ীকেও মেয়েকে নিয়ে পাহাড়ে ঘুরতে যেতে দেখা গিয়েছিল, কিন্তু তখন বোঝা যায়নি কাঞ্চনও রয়েছেন এই ছবিতে।