ফের একবার সাংবাদিকের সঙ্গে তুমুল কথা কাটাকাটি কঙ্গনা রানাওয়াতের। শীঘ্রই নতুন রিয়ালিটি শো ‘লক আপ’ (Lock Upp) নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। এই শো-এর সঞ্চালনার ভার থাকবে অভিনেত্রীর কাঁধে। এই শো-এর লঞ্চ ইভেন্টে এক সাংবাদিক দীপিকাকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন কঙ্গনা।
সম্প্রতি 'গেহরাইয়া'র প্রচারে ডিপ নেকলাইনের পোশাক পরায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কটূক্তির মুখে পড়েছিলেন দীপিকা। সেই নিয়ে প্রশ্ন করতেই চটলেন রুপোলি পর্দার মণিকর্নিকা। কঙ্গনা সপাটে বলেন, ‘দেখুুন, আমি এখানে এসেছি তাঁদের হয়ে কথা বলতে যাঁরা নিজেদের স্বপক্ষে মুখ খুলতে পারে না। ঠিক আছে? উনি নিজের হয়ে আওয়াজ তুলতে পারেন, ওঁনার বিশেষ সুবিধা রয়েছে। এই প্ল্যাটফর্মটা এবং আমি অবশ্যই তাঁর ছবির প্রমোশন করব না। তাই চুপটি করে বসে পড়ুন’।
এরপর সেই মহিলা সাংবাদিক পালটা বলেন, এখানে তিনি দীপিকার উদাহরণ টেনেছেন মাত্র, অভিনেত্রীর ছবির প্রচার মোটেই তাঁর উদ্দেশ্য ছিল না। এ কথা শুনে কঙ্গনা জানান, ‘অবশ্যই, তুমি ওর ছবির নাম নিলে। সেই ছবিটা মুক্তির অপেক্ষায়। তোমাকে নিঃসন্দেহে এখানে সেই ছবির পিআর টিমের তরফে এখানে আনা হয়েছে। আরে ভাই, আমি এতটাও বোকা নই, এটা নিয়ে বাইরে কথা বল আমি তোমার সঙ্গে ৪৫ মিনিট ধরে আলোচনা করব’।
‘লক আপ’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর। তিনি এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিয়ে বলেন, ‘দেখুন এটা একটা অন্য বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক চলছে’। পালটা ওই সাংবাদিক জানান, কঙ্গনার জবাব দেওয়ার ভঙ্গি আরেকটু সংবেদনশীল হতে পারত।

এরপর কঙ্গনা থেমে থাকেননি, তিনি বলেন ‘দেখুন এটা একটা পুরোনো ট্রিক। শেষবার আমাকে মিডিয়া ব্যান করেছিল এমনই এক সাংবাদিক বৈঠকে। ব্যাস ওইটুকু, তারপর আর এগোয়নি, তাই চুপ করে বসে পড়ুন’। উল্লেখ্য, এর আগে ‘জাজমেন্টার হ্যায় ক্যায়’ ছবির সাংবাদিক বৈঠকে এক সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন কঙ্গনা। ২০১৯ সালের ওই সাংবাদিক বৈঠকে কঙ্গনার অভিযোগ ছিল ইচ্ছাকৃতভাবে ওই সাংবাদিক ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির নামে অপপ্রচার চালিয়েছেন, ভুল ফিল্ম সমালোচনা লিখেছেন, সবটাই উদ্দেশ্যপ্রণোদিত। এরপর সংবাদমাধ্যমের একটা অংশ কঙ্গনাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল।