সলমন খানের কিসি কা ভাই কিসি জানের প্রথম দিনের আয় আশানুরুপ না হলেও, শনি-রবিবারে ব্যবসা বাড়ল অনেকটাই। ৩ দিনে ছবি ঘরে তুলল ৬৬ কোটি। দেখার সোমবার থেকে কী খেল দেখায় বক্স অফিসে!
কিসি কা ভাই কিসি কি জান-এর তৃতীয় দিনের আয় কত?
সলমন খানের কিসি কা ভাই কিসি কা জান সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে মুক্তির দিন অর্থাৎ শুক্রবারকে বাদ দিলে ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। শুক্রবার ১৫ কোটির অনেক কম ওপেনিংয়ের পরে, ছবিটি শনিবার ইদের ছুটিতে ২৫ কোটি উপার্জন করেছে। রবিবারও প্রায় একই টাকার অঙ্ক ঘরে তুলেছে সলমনের সিনেমা। সব মিলিয়ে সপ্তাহান্তে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়াল ৬৬.৫ কোটি।
কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan Box Office) ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে সলমন, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম এবং ভিনালি ভাটনগর-সহ রয়েছে হেভি স্টারকাস্ট। এটি প্রযোজনা করেছে সলমন খান ফিল্মস (SKF)।
ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, ‘#KisiKaBhaiKisiKiJaan এর উদ্বোধনী সপ্তাহান্তে মোটা আয় করেছে... #SalmanKhan এর স্টার পাওয়ার + #ঈদ নিশ্চিত করেছে ছবি #হাউসফুল হোক। শনি ও রবিবারে বক্স অফিস থেকে আয় হয়েছে অনেকটাই বেশি…শুক্র ১৫.৮১ কোটি, শনি ২৫.৭৫ কোটি, রবিবার ২৬.৬১ কোটি৷ মোট: ৬৮.১৭ কোটি। #ভারত বিজ।#KisiKaBhaiKisiKiJaan- এর আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ [সোম] থেকে... এখন পরিস্থিতি দেখারই অপেক্ষা!’ আরও পড়ুন:‘নেচে নেচে হাঁটছে আরাধ্যা!’, এবারেও মেয়ের হাত শক্ত করে ধরলেন ঐশ্বর্য, চালু ট্রোল