উজ্জয়িনীর মন্দিরের পুরোহিতদের দাবি, OMG-২র একটি দৃশ্যে নাকি ভগবান শিবকে একটি দোকান থেকে কচুরি কিনতে দেখা গিয়েছে। আর তাতেই আপত্তি মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের। তাঁরা পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ , চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ও অভিনেতা অক্ষয় কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
OMG-2
'আদিপুরুষ'-এর পর এবার বিতর্কে অক্ষয় কুমারের OMG-২। ছবির নির্মাতাদের আইনি চিঠি পাঠাল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা। কিন্তু কেন? ইতিমধ্যেই অক্ষয়ের এই ছবিতে নাকি ২৫-২৭টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড, তারপরেই মিলেছে A সার্টিফিকেট। তবে এসবের পরেও কী নিয়ে আপত্তি উজ্জয়িনীর মন্দিরের পুরোহিতদের?
উজ্জয়িনীর মন্দিরের পুরোহিতদের দাবি, OMG-২র একটি দৃশ্যে নাকি ভগবান শিবকে একটি দোকান থেকে কচুরি কিনতে দেখা গিয়েছে। যে দৃশ্য শিব ভক্তদের অনুভূতিতে আঘাত করতে পারে। সিনেমায় ‘ভগবান শিব’কে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। আর তাতেই আপত্তি মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের। জানা যাচ্ছে,মহাকাল মন্দিরের পুরোহিতরা চলচ্চিত্র পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ , চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং অভিনেতা অক্ষয় কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এছাড়াও, তাঁরা সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন কুমার যোশীকেও আইনি নোটিশও পাঠিয়েছেন। জানা যাচ্ছে, হাইকোর্টের আইনজীবী অভিলাষ ব্যাস গত ৭ই আগস্ট সর্বভারতীয় পূজারি মহাসঙ্ঘের তরফে এই আইনি চিঠি পাঠিয়েছেন।